শহরের তুলনায় গ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হুগলি গ্রামীন এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে। শহরাঞ্চলে সেই তুলনায় অক্রান্তের সংখ্যাটা একটু কম তবে শহরাঞ্চল গুলিতেও প্রায় দেড়শোর ওপর ডেঙ্গির আক্রান্তের সংখ্যা হয়েছে। জেলার মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রয়েছে চন্ডীতলা ১-এ। হরিপাল, চন্ডীতলা, বলাগড়, শ্রীরামপুর, চন্দননগর সহ কয়েকটি এলাকায় হটস্পট করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: বর্ষায় এনডিআরএফ-এর স্থায়ী দল পেল আলিপুরদুয়ার
স্বাস্থ্য দফতরের সক্রিয়া রয়েছে ডেঙ্গি মোকাবিলায় তবে সাধারন মানুষের সচেতনতার অভাবে ডেঙ্গি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জেলা স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া জানিয়েছেন, ডেঙ্গি আক্রান্তদের ক্ষেত্রে দু’রকম পদ্ধতিতে চিকিৎসা চলছে। এক, বাড়ি থেকে চিকিৎসা তাতে ফলপ্রসু না হলে তাহলে হাসপাতালে চিকিৎসা চলছে।
বাড়ি থেকে চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রতিদিন মনিটরিং করা হয় রোগীকে। সে ক্ষেত্রে রবিবার বা ছুটি বলে কিছুই থাকেনা। ডেঙ্গু ও আক্রান্তদের চার থেকে সাত নম্বর দিন খুবই গুরুত্বপূর্ণ। ডেঙ্গি মোকাবিলার জন্য রক্ত পরীক্ষা ও অন্যান্য কিছু জেলার সমস্ত ব্লক স্তরের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্যবস্থাপনা করা রয়েছে। একইসঙ্গে জেলার সদর হাসপাতাল গুলিও তৈরি মোকাবিলার জন্য।
রাহী হালদার