তাঁকে পিষে তাঁর উপর গিয়ে পড়ে বড় বড় লোহার বিম। গাড়ি চালককে কেবিন কেটে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রায় দেড় ঘন্টা উদ্ধার কার্য চালিয়ে ড্রাইভারকে উদ্ধার করা হয়। শেষমেষ পুলিশের সহায়তায় তাঁকে স্থানীয়রা জিরাট আহমেদপুর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাঁকে স্থানান্তরিত করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: হাওড়া-খড়গপুর রুটে লাইনচ্যুত ট্রেন! আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে
advertisement
এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ির পিছনে রাখা ছিল বড় বড় লোহার বিম। এ সমস্ত বিম মূলত লোহার ব্রিজ তৈরির কাজে লাগে। গাড়িটি খুবই দ্রুত গতিতে আসছিল। সামনে বাম্পার দেখে হঠাৎ ব্রেক কোষতেই ঘটে দুর্ঘটনা। পিছনের ট্রেলারে থাকা সমস্ত লোহার বিম হুড়মড়িয়ে ট্রলার ভেদ করে চলে আসে ড্রাইভারের কেবিনে। সেখানে লোহার বিমের মধ্যে একেবারে পিষে যান গাড়ির চালক। পরে পুলিশ এসে গাড়ি কেটে গাড়ি চালককে উদ্ধার করে।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকান্ড! পুড়ে ছাই প্রায় ১৫টি দোকান, ক্ষয়-ক্ষতির পরিমাণ লক্ষাধিক
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার ফলে এসটিকেকে রোড অবরুদ্ধ হয়ে পরে। বলাগড় থানার পুলিশ গিয়ে তিনটে ক্রেন নিয়ে এসে লরিটি সরায়। আহত ড্রাইভারকে প্রথমে জিরাট হাসপাতালে ও পরবর্তীতে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গাড়ি চালক ওই যুবক।
রাহী হালদার