Fire Breaks Out: ভয়াবহ অগ্নিকান্ড! পুড়ে ছাই প্রায় ১৫টি দোকান, ক্ষয়-ক্ষতির পরিমাণ লক্ষাধিক
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
South 24 Parganas News: সাতসকালেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একাধিক দোকান, ক্ষয়-ক্ষতির পরিমাণ লক্ষাধিক। ঘটনাটি ঘটে ডায়মন্ডহারবারের নেতড়াতে। ভয়াবহ আগুনে ভস্মীভূত হল প্রায় ১৫ টির বেশি দোকান।
ডায়মন্ডহারবার: সাতসকালেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একাধিক দোকান, ক্ষয়-ক্ষতির পরিমাণ লক্ষাধিক। ঘটনাটি ঘটে ডায়মন্ডহারবারের নেতড়াতে। ভয়াবহ আগুনে ভস্মীভূত হল প্রায় ১৫ টির বেশি দোকান। শনিবার ভোররাতে নেতড়া স্টেশন সংলগ্ন বাজারে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি চামড়ার কারখানা, খাবারের হোটেল-সহ ১৫টির বেশি দোকান।
আগুন লাগার খবর পেয়েই ডায়মন্ড হারবার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
advertisement
আগুন লাগার ফলে হোটেলের ভেতরে থাকা একাধিক গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর নেই।
advertisement
শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে দমকলের অনুমান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে বলে দাবি স্থানীয়দের। ভোর তিনটে নাগাদ প্রথম আগুন লাগে ফলের দোকানে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের খাবারের হোটেলে।
advertisement
স্থানীয়রা বালতিতে করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। উল্টে আগুনের লেলিহান শিখা আরও বাড়তে থাকে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 20, 2024 10:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Fire Breaks Out: ভয়াবহ অগ্নিকান্ড! পুড়ে ছাই প্রায় ১৫টি দোকান, ক্ষয়-ক্ষতির পরিমাণ লক্ষাধিক









