Train Accident: হাওড়া-খড়গপুর রুটে লাইনচ্যুত ট্রেন! আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে
- Written by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Sayani Rana
Last Updated:
বালাসোরের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই আবার উঠে এল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা। হাওড়া খড়গপুর রেলপথের লাইনচ্যুত একটি মালগাড়ি।
খড়গপুর: বালাসোরের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই আবার উঠে এল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা। হাওড়া-খড়গপুর রেলপথে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। তবে বালাসোরের পর এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার ট্রেন লাইন চ্যুত হওয়ার ঘটনা উঠে এসেছে।
হাওড়া-খড়গপুর রেলপথের নন্দাইগাজন স্টেশনের কাছাকাছি জায়গায় লাইনচ্যুত হয় মালগাড়িটি। যার ফলে আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। মাল গাড়িটিকে রেল ট্যাক থেকে সরানোর কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ পক্ষ থেকে। ট্রেন চলাচলে সমস্যাও তৈরি হয়েছে। মেছেদা থেকেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর প্রায় দু কিলোমিটার এই সমস্যা ণীয়েঈ চলতে থাকে মালগাড়িটি। পুরো পথ চাকা ঘষে ঘষে নন্দাইগাজন পর্যন্ত আসে। তারপরই ঘটে এই ঘটনা এই ভয়ঙ্কর ঘটনা।
advertisement
advertisement
যান্ত্রিক গোলোযোগের কারণে ভোর সাড়ে চারটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রেলের পাত থেকে নেমে পড়ে মাল গাড়ির বগিগুলি। এরপর প্রায় চার-পাঁচ কিলোমিটার সিলপাড়ের ওপর দিয়ে ছোটে রেলগাড়ি। নন্দাইগাজন স্টেশন পর্যন্ত এরকম বিপজ্জনকভাবে ছুটে আসে মালগাড়িটি।
advertisement
অবশেষে নন্দাইগাজন স্টেশনের প্লাটফর্ম ঘষে গিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। মেচেদা এবং নন্দাইগাজন স্টেশনের মধ্যবর্তী জায়গায় ঘটে এই ঘটনা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রেলপাতের। দ্রুততার সঙ্গে চলছে রেললাইন সরানোর কাজ।
advertisement
সুজিত ভৌমিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 20, 2024 9:42 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Train Accident: হাওড়া-খড়গপুর রুটে লাইনচ্যুত ট্রেন! আপ লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে








