হঠাৎ করেই পাণ্ডুয়ার বিভিন্ন এলাকায় শিয়ালের উৎপাত শুরু হয়েছে। অন্ধকার হলেই তারা যখন-তখন ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে মানুষকে আক্রমণ করছে। বাধ্য হয়ে বাসিন্দাদের লাঠিসোটা হাতে নিয়ে গ্রাম পাহারা দিতে শুরু করেছেন। ইতিমধ্যেই শিয়ালের দল বেশ কিছু বাসিন্দার উপর আক্রমণ করেছে। বাধ্য হয়ে শিয়ালের হাত থেকে বাঁচতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সন্ধে নামলেই বন্ধ করে দিতে হচ্ছে ঘরের দরজা-জানালা। রাস্তাঘাট দিয়েও চলা যাচ্ছে না। বলা নেই কওয়া নেই হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এসে আক্রমণ করছে শিয়ালরা। ফলে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। প্রায় প্রতিদিন গৃহস্থের বাড়ি থেকে হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছে শিয়াল।
আরও পড়ুন: তৃণমূল কার্যালয়ের উদ্বোধন আটকাতে ব্যবহার হল দলেরই পতাকা!
গ্রামবাসীদের এই শিয়াল আতঙ্কের কথা স্থানীয় পঞ্চায়েতের কানে গিয়েও পৌঁছেছে। পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ অসিত চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, বিষয়টা বিডিওর মাধ্যমে বন দফতরকে জানিয়েছি। ওদের বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং শিয়ালগুলোকে ধরতে। এখন দেখার পাণ্ডুয়াবাসীর এই শিয়াল আতঙ্কের অবসান কবে ঘটে।
রাহী হালদার