North 24 Parganas News: তৃণমূল কার্যালয়ের উদ্বোধন আটকাতে ব্যবহার হল দলেরই পতাকা!

Last Updated:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গা দখল করে তৃণমূ পার্টি অফিস তৈরির অভিযোগ। প্রতিবাদে তৃণমূলেরই পতাকা হাতে বিক্ষোভ মহিলাদের।

+
তৃণমূলের

তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ

#উত্তর ২৪ পরগনা: তৃণমূলের পতাকা হাতে তৃণমূলের‌ই দলীয় কার্যালয়ের উদ্বোধন রুখে দিলেন গ্রামবাসীরা! সোমবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গা দখল করে দলীয় কার্যালয় তৈরির প্রতিবাদে তৃণমূলের পতাকা নিয়েই বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারা। যদিও এই ঘটনাকে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিরোধীরা।
দত্তপুকুর-১ পঞ্চায়েতের পূর্বাচল এলাকার ঘটনা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, এলাকার একটি পরিতক্ত বাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু হঠাৎই কাউকে কিছু না জানিয়ে সেখানে দলীয় কার্যালয় তৈরি করেছেন এলাকার পঞ্চায়েত সদস্য। স্থানীয় সূত্রে খবর, ওই পরিত্যক্ত বাড়ির মালিক সহ পরিবারের সকল সদস্যরই মৃত্যু হয়েছে। সেভাবে উত্তরাধিকারের খোঁজ না পাওয়া যাওয়ায় সিদ্ধান্ত হয়েছিল ওই বাড়ি ও জমি গ্রামের মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। বাড়ির মালিকের নামানুসারে ওই জমিতে একটি শিশুদের পার্ক ও বাড়িটিতে অঙ্গনওয়াড়ি স্কুল খোলা হবে।
advertisement
advertisement
কিন্তু তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য অন্তরা যাদব ও তাঁর স্বামী শুকদেব যাদব গায়ের জোড়ে ওই বাড়ি দখল করেছেন বলে অভিযোগ। ওই পঞ্চায়েত সদস্য এবং তাঁর স্বামী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বদলে সেখানে দলীয় কার্যালয় তৈরি করেন বলে বিক্ষোভকারী মহিলাদের দাবি। সোমবার সেই দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ার কথা ছিল তার আগেই তৃণমূলের পতাকা নিয়ে গ্রামের মহিলাদের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন। তারা নতুন তৈরি হওয়া দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এর পাশাপাশি পঞ্চায়েত সদস্যের স্বামী শুকদেব যাদবের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগও তোলা হয়।
advertisement
এই বিষয়ে পঞ্চায়েত সদস্য অন্তরা যাদব কোন‌ও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, বাড়িটি গ্রামের মহিলারা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন বলে স্থানীয়দের দাবি। তারাও নিজেদেরকে শাসকদলের কর্মী বলেই দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা আছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের একবার প্রকাশ্যে উঠে এল বলে বিরোধীদের অভিযোগ।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: তৃণমূল কার্যালয়ের উদ্বোধন আটকাতে ব্যবহার হল দলেরই পতাকা!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement