ষষ্ঠী থেকেই বহু মানুষের ভিড় মন্ডপ দেখার জন্য। দর্শনার্থীরা মন্ডপে প্রবেশ করে শুধু ঠাকুর ও মণ্ডপ দেখছেন তাই নয়, মুহূর্তগুলিকে তারা ফ্রেমবন্দি করে নিয়েও যাচ্ছেন। বহু মানুষের ঢল অনাথ আশ্রম এর পূজো মন্ডপে। নবমীর রাতে সেই ভিড় আরো বৃদ্ধি পেয়েছিল। হাজারো দর্শনার্থী ভিড় করেছিলেন রাজস্থানের রাজবাড়ী দেখার জন্য।
আরও পড়ুনঃ এবার থেকে আই লিগ চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে আইএসএলে, ঐতিহাসিক সিদ্ধান্ত এআইএফএফের
advertisement
এই বছরের থিম এক টুকরো রাজস্থানের পরিকল্পনা পূজা উদ্যোক্তাদের মাথায় এসেছিল রাজস্থান ঘুরতে গিয়েই। অনাথ আশ্রম ক্লাবের একজন পূজা উদ্যোক্তা জানান, ছুটিতে তারা রাজস্থান বেড়াতে গিয়েছিলেন সেখান থেকেই এই রাজবাড়ীর ছবি তারা তুলে এনেছিলেন। রাজস্থানে বসেই তারা ঠিক করেছিলেন এই বছর জগদ্ধাত্রী পুজোতে তাদের মন্ডপ তৈরি হবে রাজস্থানের রাজবাড়ীর আদলে।
আরও পড়ুনঃ ৫টি এমন রেকর্ড রয়েছে বিরাট কোহলি, যা অন্যদের পক্ষে ভাঙা অসম্ভব
সেই মতন শুরু হয় মন্ডপ তৈরির কাজ। দীর্ঘ দেড় মাসের পরিশ্রমের ফল তাদের পূজা মন্ডপটি। আরেক পুজো উদ্যোক্তা জানান, দর্শনার্থীদের আবেগ প্রমান করছে তাদের পুজো কতটা সাফল্য পেয়েছে। যারাই মন্ডপে ঠাকুর দেখতে আসছেন সবাই সেই মন্ডপের ছবি তুলে নিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এটাই প্রমাণ করছে তাদের থিম এই বছর মন কেড়েছে দর্শনার্থীদের।
Rahi Halder