TRENDING:

Hooghly News: অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ, বেহাল স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে নাজেহাল অবস্থা

Last Updated:

জল থই থই অবস্থা স্বাস্থ্য কেন্দ্রের। বৃষ্টি থামলেও চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: সামান্য বৃষ্টি হলেই স্বাস্থ্যকেন্দ্রর রাস্তা ডুবে যায়। তার উপর গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হওয়ায় জলাশয়গুলিও জলে পরিপূর্ণ। এই অবস্থায় গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের শ্যামবল্লভপুর এলাকার স্বাস্থ্যকেন্দ্রটির চারিদিকে জল থৈ থৈ অবস্থা। ফলে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে নাজেহাল হতে হচ্ছে গ্রামবাসীদের।
advertisement

আরও পড়ুন: অসময়ের বৃষ্টির বাধা এড়িয়ে সময়ে কাজ শেষ করাটাই চ্যালেঞ্জ

দ্বারকেশ্বর নদীর জলে প্লাবিত হয়েছে ওই এলাকা।এরকম পরিস্থিতিতে হাঁটু সমান জল পেরিয়ে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যাচ্ছেন। এমনকি গর্ভবতী মহিলারাও প্রচন্ড কষ্টের মধ্যেই এইভাবে জল পেরিয়ে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছচ্ছেন। সব মিলিয়ে গোঘাটের এই স্বাস্থ্য কেন্দ্রে যাওয়াটাই মানুষের কাছে এক মস্ত বড় পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

advertisement

View More

এই বিষয়ে স্থানীয় এক মহিলা জানান, একটু বৃষ্টি হলে স্বাস্থ্য কেন্দ্রে জল জমে যায়। টানা বৃষ্টি এবং বিভিন্ন জলাশয় থেকে জল আসার কারণে এলাকায় জমে যায় জল। যার ফলে রোগীকে চিকিৎসা করার জন্য নিয়ে আসতে গেলে জল পেরিয়ে দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হয়। এমনকি হাঁটু পর্যন্ত জল জমে থাকে। তার উপর দিয়ে অসুস্থ বা প্রসূতি মহিলাদের হেঁটে বা গাড়িকে টেনে নিয়ে যাতায়াত করতে হয়। রাস্তার সংস্কার না করলে প্রত্যেককেই সমস্যায় পড়তে হবে। অন্যদিকে এক ব্যক্তি জানান, স্বাস্থ্য কেন্দ্র হওয়ার পর থেকেই চারিদিকে জল জমে যায়। রাস্তার কোন‌ও নিকাশি নালা না থাকার কারণে এভাবেই চিকিৎসা করানোর জন্য জল পেরিয়ে যাতায়াত করতে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ, বেহাল স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে নাজেহাল অবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল