TRENDING:

Hooghly News: মাংস-ভাত, বিরিয়ানি থাকেই! মিড-ডে মিলে বিশেষ চমক এই স্কুলে, উচ্ছ্বসিত পড়ুয়ারা

Last Updated:

Hooghly News: পড়ুয়াদের পাতে পড়ল পাটিসাপটা, পিঠে। স্কুলে অনুষ্ঠান হলে তো কথাই নেই! মিড ডে মিলে মেলে মাংস ভাত থেকে বিরিয়ানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: রাজ্যের বিভিন্ন স্কুলে যখন মিড ডে মিল নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ উঠে আসছে তখন ঠিক তার বিপরীত ফুরফুরা নারায়ণী বালিকা বিদ্যালয়। এখানে ছাত্রছাত্রীরা খুবই খুশি তাদের মিড ডে মিল নিয়ে। স্কুলে প্রতিদিন নিত্যনতুন পদ রান্না করে ছাত্রীদের দেওয়া হয় মিড মিলের খাবার। এমনকি নান সময়ের মরসুমী ফল দেওয়া ছাত্রীদের পাতে। দেওয়া হয় বিভিন্ন রকমের মিষ্টি। সেই রকমই এবার ছাত্রীদের পাতে পড়ল পাটিসাপটা, পিঠে।স্কুলে অনুষ্ঠান হলে তো কথাই নেই! মিড ডে মিলে মেলে মাংস ভাত থেকে বিরিয়ানি।
advertisement

স্কুলের ছাত্রীদের দাবি, দিদিমণিদের কাছে তাদের পছন্দের খাবার আবদার করলেই পরদিন তা হাজির হয় মিড ডে মিলের পাতে। সেই রকমই ভাবেই পৌষ পার্বণের পর ছাত্রীদের আবদার ছিল পিঠে খাওয়ার সেই অনুযায়ী মিড ডে মিলে খিচুড়ির সঙ্গে বাড়তি পাওনা হিসাবে ছাত্রীদের দেওয়া হয় পাটিসাপটা।

আরও পড়ুন: ১৩ রকমের পিঠেপুলি! দুই বাংলার মিষ্টির স্বাদ এবার অযোধ্যার পাহাড়তলিতে, কোথায় পাবেন জেনে নিন

advertisement

আরও পড়ুন: ফোনেই বিশাল ফাঁদ! প্রতারণার শিকার হয়ে টাকা খোয়ালেন সুন্দরনের মহিলা

View More

বর্তমানে এই স্কুলে ছাত্রীর সংখ্যা প্রায় চারশো জনের উপর। স্কুলের প্রধান শিক্ষিকা মৃদলা হালদার বলেন পৌষ পার্বন উপলক্ষে ছাত্রীদের জন্য পাটিসাপটা করা হয়েছে। তবে প্রতি দিনই মিড-ডে মিলে ছাত্রীদের জন্য বিশেষ কিছু না কিছু আইটেম থাকে।  তিনি জানান, বিশেষ কোনও টেকনিক নেই। বাড়তি খরচ বাঁচিয়ে এটা করা সম্ভব এবং পুরো বাজার করার দায়িত্বটা তিনি নিজের কাঁধেই নিয়েছেন। তিনি আরও বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের একটু সদিচ্ছা থাকলে স্কুলের মিড মিড মিল নিয়ে আঙুল তোলা সম্ভব নয়, যা প্রমাণ করে দিয়েছে হুগলির ফুরফুরা নারায়ণী বালিকা বিদ্যালয়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মাংস-ভাত, বিরিয়ানি থাকেই! মিড-ডে মিলে বিশেষ চমক এই স্কুলে, উচ্ছ্বসিত পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল