North 24 Parganas News: ফোনেই বিশাল ফাঁদ! প্রতারণার শিকার হয়ে টাকা খোয়ালেন সুন্দরনের মহিলা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
প্রতরণার শিকার হয়ে অনলাইনে দোকান থেকে সেই মহিলা ত্রিশ হাজার টাকা দিয়েও দেন। কিন্তু তারপর সেই মোবাইল নম্বরে আর কোনও যোগাযোগ করা যায়নি।
উত্তর ২৪ পরগনা: বর্তমানে মোবাইলে প্রতারকদের উৎপাত বেড়েই চলেছে। আর তাদের এই ফাঁদে আটকে পড়েন অনেকেই। মোবাইল কলের মাধ্যমে প্রতারিত উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনখাঁর মহিলারা। মোবাইলে প্রতারকদের পাতা জালে পা দিয়ে প্রায় কেউ ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছেন, আবার কেউ বা হাজার হাজার টাকা হারাচ্ছেন এক নিমেষেই।
ঠিক একইভাবে ৩০ হাজার টাকা খোয়ালেন সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল এলাকার এক মহিলা। অজ্ঞাত পরিচয়ের নম্বর থেকে মহিলাদের কাছে ফোন করে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন নম্বর থেকে। সেই নম্বরে পুনরায় ফোন করা হলে এক এক বার এক এক জায়গার ঠিকানা বলছে তারা। অফারের নাম করে ১৩ নম্বর স্যান্ডেরবিলের এক মহিলার কাছে ফোন করে টাকা চায় এক প্রতারক। প্রতরণার শিকার হয়ে অনলাইনে দোকান থেকে সেই মহিলা ত্রিশ হাজার টাকা দিয়েও দেন। কিন্তু তারপর সেই মোবাইল নম্বরে আর কোনও যোগাযোগ করা যায়নি।
advertisement
advertisement
এভাবেই অজ্ঞাত পরিচয়ের নম্বরে অনলাইনে টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছেন। অতীতে ফোনের মাধ্যমে প্রলোভনে শুধুমাত্র পাচারের ঘটনা ঘটলেও সম্প্রতি ফোনের মাধ্যে ব্যঙ্ক জালিয়াতির ঘটনার পরিমাণও বেড়েই চলেছে।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2024 6:14 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ফোনেই বিশাল ফাঁদ! প্রতারণার শিকার হয়ে টাকা খোয়ালেন সুন্দরনের মহিলা