TRENDING:

Hooghly News: প্রতিবন্ধকতা-প্রতিকুলতা সবকিছুই মেনেছে হার, এবার বিশ্ব বধির টেবিল টেনিসে সোনা জয় লক্ষ্য সৃজিতের

Last Updated:

ooghly News: বিশ্ব বধির টেবিল টেনিস চাপিয়াশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে বাংলার ৫ যুবক-যুবতী। তার মধ্যে অন্যতম হুগলির উত্তরপাড়ার সৃজিত মজুমদার। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে টেবিল টেনিসে একাধিক সাফল্য সৃজিতের। আগামীতে লক্ষ দেশের হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয় করা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বিশ্ব বধির টেবিল টেনিস চাপিয়াশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে বাংলার ৫ যুবক-যুবতী। তার মধ্যে অন্যতম হুগলির উত্তরপাড়ার সৃজিত মজুমদার। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে টেবিল টেনিসে একাধিক সাফল্য সৃজিতের। আগামীতে লক্ষ দেশের হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয় করা।
advertisement

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৃজিত। একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন। উত্তরপাড়ায় নিজের বাড়িতে মা ও তার স্ত্রীকে নিয়ে পরিবার। ছোটবেলায় অল্প বয়সেই বাবাকে হারিয়েছেন। হাজারো প্রতিবন্ধকতাকে কাটিয়ে লড়াই করে চলেছেন সৃজিত। এরই মধ্যে একাধিক পদক জয় করেছেন টেবিল টেনিসে।

আরও পড়ুনঃ Indian Railways: দুই আলাদা রাজ্য ভাগ করে নিয়েছে একটি স্টেশন, ভারতীয় রেলে এমন বিস্ময় রয়েছে ২টি

advertisement

সৃজিত হাওড়ার কদমতলার বিজলি সংঘে টেবিল টেনিসের অনুশীলন করেন। ইতিমধ্যেই ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ও অলিম্পিক খেলেছেন। এবছর তাইপে-তে চতুর্থ বিশ্ব বধির চ্যাম্পিয়ানশিপ শুরু হবে। শনিবার তারা দিল্লির যান। সেখানে সাই-তে যোগ দেবেন। দেশ থেকে মোট ৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। শিলিগুড়ি থেকে মহিলা বিভাগে সুরভি ঘোষ ও পুরুষ বিভাগে প্রিয়ম চক্রবর্তী রয়েছে। জুনিয়ার বিভাগে প্রয়াস সাহা। হুগলির উত্তরপাড়ার খেলোয়াড় সৃজিত মজুমদার।এ ছাড়াও জুনিয়ার বিভাগে হাওড়ার সিন্ড্রেলা মল্লিক।

advertisement

View More

আরও পড়ুনঃ How to Keep Snakes Away During Monsoon: বর্ষায় বেড়েছে সাপের উপদ্রব? কী করলে বাড়িতে সাপ আসবে না, জেনে নিন বিস্তারিত

সৃজিতের জানিয়েছেন, তাঁর লড়াইয়ে সে জয়ী হয়েছে। দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পর লড়াই করে একের পর এক চ্যাম্পিয়নশিপ খেলেছেন। তিনি আত্মবিশ্বাসী আগামি দিনেও জয়ী হবেন। সৃজিতের মা সুজাতা মজুমদার বলেন,”পাঁচ বছর থেকে টেবিল টেনিস খেলছে সৃজিত। চিকিৎসকের পরামর্শ মত এই খেলা শুরু করেন। ২০০৭ সালে পথ দুর্ঘটনায় সৃজিতের বাবা মারা যায়। তারপর থেকে ১০ বছর খেলা বন্ধ হয়ে যায়। পরে পড়াশোনা করে বেসরকারি সংস্থায় চাকুরি করে।ঠ বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ছেলে সোনা জয়ে করবে বলে আশা সৃজিতের মায়ের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: প্রতিবন্ধকতা-প্রতিকুলতা সবকিছুই মেনেছে হার, এবার বিশ্ব বধির টেবিল টেনিসে সোনা জয় লক্ষ্য সৃজিতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল