গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান মেনকা মালিক। তাঁরই পরিবারের ৬ সদস্যের নাম আছে আবাসের তালিকায়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আমাদের দীর্ঘদিন ধরে মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। প্রধানের দেখতে আসার নাম নেই। উল্টে তিনি নিজের পরিবারের সদস্যদের নামই আবাসের তালিকায় তুলে দিয়েছেন।" 'এই হল নতুন তৃণমূলের নমুনা', বলেও কটাক্ষ করেছেন ওই স্থানীয় বাসিন্দা।
advertisement
আরও পড়ুন: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ভাঙড়, মুড়ি মুড়কির মত পড়ল বোম
বিতর্কে জড়ানো পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গ্রামবাসীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান মেনকা মালিক। সাফাইয়ের সুরে তিনি বলেন, "প্রভাব খাটিয়ে যদি ঘর পাওয়া যেত তাহলে তো অনেক সাধারন মানুষ গ্রামে আছে, তবে তাদেরকে ঘর পাইয়ে দিতাম।" ওই পঞ্চায়েত প্রধানের দাবি, যা হয়েছে সরকারি নির্দেশেই হয়েছে! এতে তাঁর কোনও হাত নেই। সরকারি নির্দেশেই তাঁর পরিবারের ৬ সদস্যের নাম আবাস যোজনার তালিকায় আছে বলে তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধান দাবি করেন। একইসঙ্গে তিনি বলেন, "এই গোটা ঘটনায় দলের কোনও ভূমিকা নেই।"
শুভজিৎ ঘোষ