আরও পড়ুন: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে ছেলে বৌমা, হুগলির বাড়িতে চরম উৎকন্ঠা
উল্লেখ্য,একটানা বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ার ফলে বিভিন্ন জলাশয় প্লাবিত হয়, খানাকুল জুড়ে তৈরি হয় বন্যা পরিস্থিতি। এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় বাসিন্দারা। ঘরবাড়ি থেকে চাষের জমির ফসল নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত জল ধীরে ধীরে কমলেও ওই সমস্ত বাসিন্দারা উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন। কিন্তু বানভাসি হওয়ার কারণে তারা অসহায় হয়ে পড়েছেন। তাদের পাশে দাঁড়াতে দেখা গেছে সরকার থেকে বিরোধী এবং বেসরকারি সংগঠনকে। এবার প্রথম বন্যা দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দেন রামনগর অতুল বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে মহীরুহ, মাথার উপর ছায়া ফেরাতে শিক্ষকের অভিনব উদ্যোগ
এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান বন্যার জলে সমস্ত কিছুই শেষ হয়ে গেছে। বাড়িঘর থেকে খাবার-দাবার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এলাকার প্রত্যেককে এই বিদ্যালয়ের খাবারের ব্যবস্থা করার ফলে অনেকটাই উপকৃত হবে প্রত্যেক মানুষ। তাদের পাশে থাকার জন্য এলাকার প্রত্যেকে বেজায় খুশি। স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য জানিয়েছেন, তাঁদের স্কুল অতীতেও দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও একইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাঁরা।
Suvojit Ghosh