TRENDING:

Saraswati Puja 2023|| ষষ্ঠী-সপ্তমী-অষ্টমী-নবমী, দুর্গার মতোই চারদিনের সরস্বতী পুজোয় মাতে মগরা

Last Updated:

4 days long Saraswati Puja: হুগলির মগরায় বারোয়ারি সরস্বতী পুজো ঘিরে যেন একেবারে দুর্গাপুজোর আমেজ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: সরস্বতী পুজোতে উৎসবের মেজাজ হুগলির মগরায়। গত দু'বছর করোনার জেরে খামতি ছিল পুজোর আড়ম্বরে। এই বছর করোনার প্রকোপ কমতে আবারও পুরনো ছন্দে ফিরেছে মগরার বাগদেবীর আরাধনা। হুগলি ও পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ আসছেন সরস্বতী ঠাকুর দেখতে। কমবেশি ৫০ টির ওপর বারোয়ারি সরস্বতী পুজো হয় মগরায়। এই বছর আবার থিমের ছোঁয়ায় একে অপরকে টেক্কা দিতে তৈরি পুজো উদ্যোক্তারা।
advertisement

কোথাও মণ্ডপ তৈরি হয়েছে রাজস্থানের দুর্গের অনুকরণে তো কোথাও বিষ্ণুপুরের টেরাকোটার ছোঁয়া। মণ্ডপ গড়ে উঠেছে পরিবেশ সচেতনতার বার্তা নিয়েও। এখানে চারদিন ধরে চলে বাগদেবীর আরাধনা। উৎসবে মেতে ওঠেন জেলা সহ বাইরের জেলা থেকে আসা মানুষজন। বর্ধমান, নদিয়া, বাঁকুড়া থেকে বহু মানুষ এখানে আসেন ঠাকুর দেখতে। দুর্গা পুজোর মত সরস্বতী পুজোতে‌ও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী চার দিন দেবীর আরাধনা করা হয়।

advertisement

আরও পড়ুন: শ্বশুরবাড়িতে ঢিল ছুড়েছিল, সেই রাগে প্রতিবেশী মহিলাকে খুন করল জিমের ট্রেনার!

হুগলি জেলার মধ্যে মূলত এই মগরা অঞ্চলেই বারোয়ারি আকারে এত বড় করে সরস্বতী পুজো করা হয়। রকমারি আলোর রোশনাইয়ে সেজে ওঠে গোটা এলাকা। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে ভিড় জমায় মানুষ। দূর্গা পুজোর মতোই সরস্বতী পুজোতেও আনন্দে মেতে উঠেন বাসিন্দারা।

advertisement

View More

এই নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, মগরা শহরের ঐতিহ্য‌ই হল সরস্বতী পুজোর জন্য। চার দিনের এই পুজো ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকে। এখানে বেশ কিছু পুজো আছে যা প্রায় ১০০ বছরের বেশি পুরনো। মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই সব পুজোর সঙ্গে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Saraswati Puja 2023|| ষষ্ঠী-সপ্তমী-অষ্টমী-নবমী, দুর্গার মতোই চারদিনের সরস্বতী পুজোয় মাতে মগরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল