কোথাও মণ্ডপ তৈরি হয়েছে রাজস্থানের দুর্গের অনুকরণে তো কোথাও বিষ্ণুপুরের টেরাকোটার ছোঁয়া। মণ্ডপ গড়ে উঠেছে পরিবেশ সচেতনতার বার্তা নিয়েও। এখানে চারদিন ধরে চলে বাগদেবীর আরাধনা। উৎসবে মেতে ওঠেন জেলা সহ বাইরের জেলা থেকে আসা মানুষজন। বর্ধমান, নদিয়া, বাঁকুড়া থেকে বহু মানুষ এখানে আসেন ঠাকুর দেখতে। দুর্গা পুজোর মত সরস্বতী পুজোতেও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী চার দিন দেবীর আরাধনা করা হয়।
advertisement
আরও পড়ুন: শ্বশুরবাড়িতে ঢিল ছুড়েছিল, সেই রাগে প্রতিবেশী মহিলাকে খুন করল জিমের ট্রেনার!
হুগলি জেলার মধ্যে মূলত এই মগরা অঞ্চলেই বারোয়ারি আকারে এত বড় করে সরস্বতী পুজো করা হয়। রকমারি আলোর রোশনাইয়ে সেজে ওঠে গোটা এলাকা। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে ভিড় জমায় মানুষ। দূর্গা পুজোর মতোই সরস্বতী পুজোতেও আনন্দে মেতে উঠেন বাসিন্দারা।
এই নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, মগরা শহরের ঐতিহ্যই হল সরস্বতী পুজোর জন্য। চার দিনের এই পুজো ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকে। এখানে বেশ কিছু পুজো আছে যা প্রায় ১০০ বছরের বেশি পুরনো। মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই সব পুজোর সঙ্গে।
রাহী হালদার