Hoogly News: বিয়েবাড়ি বলে কথা! অনুষ্ঠান করতে হুগলিতে সবুজ নিধন, রেগে লাল স্থানীয়রা! ভাবাচ্ছে বন দফতরকেও
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Hoogly News: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করে এই কাজ। প্রকাশ্যে দিনের আলোয় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবাধে গাছ কাটা।
advertisement
1/5

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করে এই কাজ। প্রকাশ্যে দিনের আলোয় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবাধে গাছ কাটা। উত্তরপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিএন মুখার্জী রোডের পাশেই জমিতে গাছ কাটা হয় বলে অভিযোগ।
advertisement
2/5
এলাকার মানুষের প্রশ্ন, অপরাধীরা কোথা থেকে পাচ্ছে সাহস এইভাবে পরিবেশ ধ্বংস করার? স্থানীয় বাসিন্দাদের এও অভিযোগ, প্রশাসনের উচিৎ নির্দিষ্ট ধারায় কেস শুরু করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সবুজ ধবংস চলছে দিনের আলোয়।
advertisement
3/5
এই বিষয় পরিবেশ কর্মী শোভিক চ্যাটার্জী জানান, "আমরা সাম্প্রতিক কালে একাধিক বার গাছ কাটার খবর দেখেছি কিন্তু কোথাও প্রশাসন নির্বিকার, আমাদের মনে হয় এবার আমাদের সময় এসেছে সাধারণ মানুষের গর্জে ওঠার, কোথাও এবার ধৈর্যের বাঁধ ভাঙছে।"
advertisement
4/5
যদিও এই বিষয় স্থানীয় কাউন্সিলার খোকন মণ্ডল জানান, "আমার জানা নেই কেউ গাছ কাটছে কিনা। আমি গোটা ঘটনা খতিয়ে দেখব কে বা কারা এই ঘটনায় যুক্ত।"
advertisement
5/5
বন দফতর সূত্রের খবর তারা ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছেন নির্দিষ্ট দফতরে। এরপর আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এলাকার মানুষের দাবি, বিয়েবাড়ি তৈরির জন্য এইভাবে যথেচ্ছ ভাবে গাছ কাটা কখনই উচিৎ নয়। যে বা যারা যুক্ত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hoogly News: বিয়েবাড়ি বলে কথা! অনুষ্ঠান করতে হুগলিতে সবুজ নিধন, রেগে লাল স্থানীয়রা! ভাবাচ্ছে বন দফতরকেও