Alipurduar News: শ্বশুরবাড়িতে ঢিল ছুড়েছিল, সেই রাগে প্রতিবেশী মহিলাকে খুন করল জিমের ট্রেনার!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
শ্বশুরবাড়িতে প্রতিবেশী ঢিল ছোড়ায় ক্ষেপে উঠেছিলেন জিম ট্রেনার মান্না দে। সেই রাগ মেটাতেই মাথায় লাঠি মেরে খুন করলেন প্রতিবেশী মহিলাকে!
আলিপুরদুয়ার: বিবাদের জেরে প্রতিবেশীর হাতে নৃশংসভাবে খুন হলেন মহিলা। আলিপুরদুয়ারের জয়গাঁর ঘটনা। মৃত মহিলার নাম রীনা নাগাসিয়া ওরাঁও (২২)। লাঠি দিয়ে তাঁর মাথায় জোরে আঘাত করায় মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে মান্না দে নামে এক জিম ট্রেনারের নাম উঠে এসেছে।
অভিযুক্ত মান্না দে জয়গাঁর এক জিমের ট্রেনার বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি রামগাঁওয়ে শ্বশুরবাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে। তার পাশের বাড়িতেই বসবাস করতেন মৃত রীনা নাগাসিয়া ওরাঁও ও তাঁর স্বামী বিনোধ ওরাঁও। রীনা নাগাসিয়া ওরাঁও-এর মা মান্না দে-র শ্বশুরবাড়িতে পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, কিছুদিন আগে রীনা নাগাসিয়ার মাকে মান্না দে ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এই খবর রীনার মা তাঁর মেয়ে ও জামাইকে বললে তারা পাথর নিয়ে মান্না দে-র শ্বশুরবাড়িতে পাল্টা হামলা করে। সেই নিয়ে মান্না দে-র শ্বশুরবাড়ির পক্ষ থেকে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।
advertisement
তখন পুলিশ রীনার স্বামী বিনোদকে আটক করেছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। প্রতিবেশীদের দাবি, প্রায় দশ দিন আগের সেই ঘটনার প্রতিশোধ নিতেই মান্না দে নামে ওই জিম ট্রেনার রিনা ওঁরাও-এর উপর হামলা করে। জানা গিয়েছে, খুনের ঘটনায় অভিযুক্ত মান্না দে এলাকায় রগচটা স্বভাবের বলে পরিচিত। একটু কিছু হলেই ওই ব্যক্তি নাকি মারধর করতে তেড়ে যেত। তাই বলে কাউকে খুন করে ফেলবে এটা কল্পনাও করতে পারছেন না প্রতিবেশীরা!
advertisement
advertisement
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাসন মাজার সাবান শেষ হয়ে যাওয়ায় রীনা তাঁর স্বামীকে বলেছিলেন দোকান থেকে সাবান কিনে আনতে। আধঘণ্টা পেড়িয়ে গেলেও স্বামী না ফেরায় বাড়ির বাইরে খুঁজতে বের হন রীনা ওরাঁও। ঠিক তখনই তাঁর মাথায় মোটা লাঠি দিয়ে আঘাত করে মান্না দে। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে লুটিয়ে পড়েন রীনা। তাই শুনে প্রতিবেশিরা ছুটে আসেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন রীনা নাগাসিয়া ওরাঁও। তাঁর স্বামী বিনোদ ওরাঁও এসে স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
advertisement
মৃত মহিলার স্বামীর অভিযোগ, তাঁর শাশুড়িকে অপমান করা হয়েছিল শুনে মাথা ঠিক রাখতে পারেননি। তাই তিনি স্ত্রীকে নিয়ে মান্না দে-র শ্বশুরবাড়িতে ঢিল ছুড়েছিলেন। কিন্তু সেই ঘটনা পরিণতি যে এমন হবে তা ভাবতে পারছেন না। স্ত্রীকে খুন করার ঘটনায় অভিযুক্ত মান্না দে-র ফাঁসি চেয়েছেন বিনোদ। পুলিশ অভিযুক্ত মান্না দে-কে আটক করেছে। যে লাঠি দিয়ে খুন করা হয়েছে সেটাও উদ্ধার করেছে পুলিশ।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 7:49 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: শ্বশুরবাড়িতে ঢিল ছুড়েছিল, সেই রাগে প্রতিবেশী মহিলাকে খুন করল জিমের ট্রেনার!