Hooghly: গায়েব হয়ে যাচ্ছে বাড়ির ফ্যান-আসবাবপত্র! ডানলপ কারখানার শ্রমিক মহল্লায় চোরেদের উপদ্রব, ঘুম উড়েছে বাসিন্দাদের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Hooghly: স্থানীয়রা জানান, কোয়ার্টার ফাঁকা রেখে কোথাও যাওয়া যায় না। সামান্য কিছু কাজে চুঁচুড়া যেতে হলেও ভয় লাগে। একটু ফাঁকা পেলেই বাড়ির আসবাবপত্র চুরি করে নিচ্ছে।
সাহাগঞ্জ, হুগলি, সোমনাথ ঘোষঃ দিনের বেলা যেমন তেমন, সন্ধ্যা হলেই শুনশান এলাকা। বর্তমানে চোরেদের হানা দেওয়ার জন্য আদর্শ জায়গা বন্ধ ডানলপ কারখানার শ্রমিক মহল্লা। কারখানায় অবশিষ্ট আর কিছু নেই। তবু চোরের উৎপাতে শ্রমিক মহল্লায় ঘুম উড়েছে।
এক দশকের বেশি সময় ধরে বন্ধ হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা। এটি দেশের প্রথম টায়ার কারখানাও বটে। এক সময় যা গর্ব ছিল, আজ সেই কারখানার শ্রমিক মহল্লাতেই চোরেদের উপদ্রব। ডানলপ কারখানা বন্ধ হওয়ার পর থেকে কারখানার ভিতরে যন্ত্রাংশ চুরি করা শুরু করে চোরের দল। যতটুকু অবশিষ্ট ছিল তা ২০১৭ সালে হাইকোর্ট লিকুইডেশানের নির্দেশ দেওয়ার পর নিলাম হয়। ফলে ফাঁকা হয়ে যায় কারখানা।
advertisement
আরও পড়ুনঃ চাষের জমিতে ব্যাগ ভর্তি তাজা বোমা! খবর পেতেই ছুটে গেল পুলিশ, তীব্র চাঞ্চল্য এলাকায়
বর্তমানে শ্মশান ঘিরে রাখার মতো উচু পাঁচিল দিয়ে ঘেরা কারখানা চত্বর। তাই এবার কারখানার শ্রমিক মহল্লায় হানা দিচ্ছে চোরের দল। মহল্লার যেসব কোয়ার্টার ফাঁকা থাকছে, সেখানেই হানা দিচ্ছে চোরেরা। তবে সোনা-গয়না কিংবা টাকা-পয়সা চুরি করছে না। বরং বাড়ির পাখা থেকে আসবাবপত্র, এমনকি ডানলপ এস্টেটের ভিতরে থাকা ইলেকট্রিকের তামার তার চুরি করছে চোরের দল। এর জেরে আতঙ্কে রয়েছেন শ্রমিক মহল্লার বাসিন্দারা।
advertisement
advertisement
স্থানীয়রা জানান, কোয়ার্টার ফাঁকা রেখে কোথাও যাওয়া যায় না। সামান্য কিছু কাজে চুঁচুড়া যেতে হলেও ভয় লাগে। একটু ফাঁকা পেলেই বাড়ির আসবাবপত্র চুরি করে নিচ্ছে। বাসিন্দারা ডানলপে টহল বাড়ানোর কথা পুলিশে জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli-Chinsurah (Hugli-Chuchura),Hugli,West Bengal
First Published :
November 10, 2025 12:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly: গায়েব হয়ে যাচ্ছে বাড়ির ফ্যান-আসবাবপত্র! ডানলপ কারখানার শ্রমিক মহল্লায় চোরেদের উপদ্রব, ঘুম উড়েছে বাসিন্দাদের

