TRENDING:

Hooghly: বেআইনিভাবে রেশন সামগ্রী রাখার অভিযোগে গ্রেফতার দোকান মালিক

Last Updated:

বেআইনিভাবে রেশনের সামগ্রী মজুদ রাখার অভিযোগে ইবি হানা। গ্রেফতার দোকান মালিক। আরামবাগের লিংক রোডের ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বেআইনিভাবে রেশনের সামগ্রী মজুদ রাখার অভিযোগে ইবি হানা। গ্রেফতার দোকান মালিক। আরামবাগের লিংক রোডের ঘটনা। সোমবার সকালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অর্থাৎ ইবির একটি দল দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করে প্রচুর পরিমাণে রেশন সামগ্রী। অভিযুক্ত দোকানদারের নাম প্রদীপ বেতাল। ইবি সূত্রে খবর, গত ১৯ মে পুড়শুড়া ফতেপুর গ্রামের একটি মুড়ি কারখানায় অভিযান চালানো হয়, সেখান থেকে প্রচুর রেশনের চাল ,গম ও আটা উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দোকানের মালিকের ছেলে কৌশিক মান্নাকে । পরের দিন আরামবাগ আদালত বিচারককে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠান। তাকে জিজ্ঞাসাবাদ করে সন্ধান মেলে ওই দোকানের। যা আরামবাগ লিংক রোডের উপর অবস্থিত স্টেট ব্যাঙ্কের বিপরীতে অবস্থিত প্রদীপ বেতালের দোকান। যদিও প্রদীপ বেতাল ঐদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চাল ও গম চাষিদের কাছ থেকে কেনে সে।
advertisement

কিন্তু প্রশ্ন উঠছে আরামবাগে কোন চাষি গম উৎপাদন করে? দোকান মালিক অভিযোগ অস্বীকার করলেও ইবির আধিকারিক রাজেন্দ্র মিত্র বলেন, কৌশিক মান্নাকে জেরা করে পুলিশ জানতে পারে কৌশিক মান্না রেশনের সামগ্রিক এর ব্যবসা করত এবং দোকানদার প্রদীপ বেতাল কে তা বিক্রি করতো।

আরও পড়ুনঃ পায়ে হেঁটে লাদাখ ভ্রমণ! কেমন অভিজ্ঞতা সিঙ্গুরের মিলন মাঝির?

advertisement

সোমবার স্থানীয় পুলিশ খাদ্য দপ্তর আধিকারিক ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই দোকান মালিককে।বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া শুরু হতেই আরামবাগ মহকুমার জুড়ে সেগুলিকে বাজারে বিক্রি করার অভিযোগ আসছিল আগেই।

View More

আরও পড়ুনঃ অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় পিয়ালির

তারমধ্যে ওই দোকানদারের এক কর্মচারীর বক্তব্যে স্পষ্ট হয়ে যায় সে কথা। ওই দোকানের কর্মচারী বলেন ,রেশন দোকান থেকে বাইকে করে বস্তাভর্তি চাল গম নিয়ে এসে ওই দোকানে বিক্রি করা হতো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে খোল হল 'মানবতার দেওয়াল'
আরও দেখুন

Rahi Halder

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: বেআইনিভাবে রেশন সামগ্রী রাখার অভিযোগে গ্রেফতার দোকান মালিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল