কিন্তু প্রশ্ন উঠছে আরামবাগে কোন চাষি গম উৎপাদন করে? দোকান মালিক অভিযোগ অস্বীকার করলেও ইবির আধিকারিক রাজেন্দ্র মিত্র বলেন, কৌশিক মান্নাকে জেরা করে পুলিশ জানতে পারে কৌশিক মান্না রেশনের সামগ্রিক এর ব্যবসা করত এবং দোকানদার প্রদীপ বেতাল কে তা বিক্রি করতো।
আরও পড়ুনঃ পায়ে হেঁটে লাদাখ ভ্রমণ! কেমন অভিজ্ঞতা সিঙ্গুরের মিলন মাঝির?
advertisement
সোমবার স্থানীয় পুলিশ খাদ্য দপ্তর আধিকারিক ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই দোকান মালিককে।বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া শুরু হতেই আরামবাগ মহকুমার জুড়ে সেগুলিকে বাজারে বিক্রি করার অভিযোগ আসছিল আগেই।
আরও পড়ুনঃ অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় পিয়ালির
তারমধ্যে ওই দোকানদারের এক কর্মচারীর বক্তব্যে স্পষ্ট হয়ে যায় সে কথা। ওই দোকানের কর্মচারী বলেন ,রেশন দোকান থেকে বাইকে করে বস্তাভর্তি চাল গম নিয়ে এসে ওই দোকানে বিক্রি করা হতো।
Rahi Halder





