স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় কিছুদিন আগে একটি বাড়িতে চুরি হয়। তারপর থেকে গ্রামবাসীরা রাতে পাহারা দিচ্ছিলেন। এলাকায় বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা ছিল বলে জানা যায়। শুক্রবার ভোরে ওই এলাকায় চারজনকে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের সন্দেহ করে তাদের কাছে গেলে তিনজন দৌড়ে পালায়। ওই সময় আর একজন মাঠের মধ্যে লুকিয়ে পড়ে তখন গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে।
advertisement
আরও পড়ুনঃ কমিউনিটি হেলথ অফিসারের সন্তান প্রসবের সময় মৃত্যু! শোকস্তব্ধ নেটিজেনরা
এরপর তাকে একটি গাছে বেঁধে ব্যাপক মারধর করে এলাকাবাসীরা। স্থানীয় এক বাসিন্দা জানান, এলাকায় চুরির ঘটনা বাড়তে থাকায় নিজেরাই তৎপর হয়েছিলেন গ্রামের সুরক্ষার জন্য। প্রতি রাতে তারা পাহারা দিচ্ছিলেন এলাকা জুড়ে। শুক্রবার ভোররাতে তারা দেখতে পান চার ব্যক্তিকে। তাদেরকে ধরতে গেলে তিনজন পালিয়ে যান এবং একজন লুকিয়ে পড়েন ধান ক্ষেতের মধ্যে। ধান খেত জুড়ে স্থানীয় বাসিন্দারা খোঁচাখুঁচি করলে তাদের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি।
আরও পড়ুনঃ পুজোর আগে শাড়ির মেলায় উপচে পড়া ভিড় মহিলা গ্রাহকদের
উত্তেজিত জনতা তাকে একটি তেঁতুল গাছের সঙ্গে বেঁধে রাখে। এবং খবর দেওয়া হয় পুলিশকে। গোঘাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনস্থলে আসে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় গোঘাট থানায়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি বাঁকুড়ার বাসিন্দা। তাকে হাসপাতালে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। পরবর্তীতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
Rahi Haldar






