Hooghly: পুজোর আগে শাড়ির মেলায় উপচে পড়া ভিড় মহিলা গ্রাহকদের

Last Updated:

কথায় আছে শাড়িতে নারী। পুজোর আগে নারীদের শাড়ির প্রতি আকর্ষণ আরো বেড়ে ওঠে। অষ্টমীর পুষ্পাঞ্জলি হোক কিংবা দশমির সিঁদুর খেলা নারীর বেশে শাড়ি না থাকলে ঠিক মানায় না।

+
title=

#হুগলি : কথায় আছে শাড়িতে নারী। পুজোর আগে নারীদের শাড়ির প্রতি আকর্ষণ আরো বেড়ে ওঠে। অষ্টমীর পুষ্পাঞ্জলি হোক কিংবা দশমির সিঁদুর খেলা নারীর বেশে শাড়ি না থাকলে ঠিক মানায় না। তাইতো এবার প্রতিটি শাড়ি প্রিয় নারীর জন্য সুখবর। পুজোর আগেই প্রতি মঙ্গলবার বসছে শাড়ির মেলা। সেই মেলায় শাড়ি কিনতে ভিড় জমাচ্ছেন ৮ থেকে ৮০ সব বয়সের মহিলারা। হুগলিতে বসেছে শাড়ির মেলা। রাজ্যের নানান প্রান্তের তাঁতিরা নিজেদের শাড়ির সমাহার নিয়ে হাজির হন চুঁচুড়ার সুরবলা দত্ত তাঁতে হাটে। বাজার দরের থেকে অনেকটা কম দামেই পাওয়া যাচ্ছে শাড়ি।
বাজারে যে শাড়িটির দাম ১০০০ টাকা সেটি এই মেলায় মিলছে ৬০০ থেকে ৭০০ টাকায়। পাইকারি দরে শাড়ি বিক্রি হচ্ছে খুচরোতে। যেহেতু সরাসরি তাঁতিদের থেকে ক্রেতারা শাড়ি কিনছে তাই বাজার মূল্যের থেকে অনেকটা কম দামেই পাওয়া যাচ্ছে এখানে। পুজোর আর মাত্র কয়েকটা দিন তাই শাড়ি কিনতে বেরিয়ে পড়েছেন ক্রেতারা। ভাদ্রের গরমকে উপেক্ষা করে চলছে কেনাকাটা। নানান রকম তাঁতের সম্ভার নিয়ে হাজির তাঁত শিল্পীরাও।
advertisement
আরও পড়ুনঃ খেলার মাঠ বাঁচানোর দাবিতে ডানকুনি পৌরসভায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
সরাসরি তাঁতিদের কাছ থেকে শাড়ি কিনতে ভীড় জমাচ্ছেন ক্রেতারা।চিরাচরিত তাঁতের ঢাকাই শাড়ি, জামদানী, টাঙ্গাইল , বালুচরি তো আছেই এবার চাহিদা বেশি লিনেন বাটিক, মনিপুরি, হাকোভা, আসাম খাদির বলছেন বিক্রেতারা। প্রতি সপ্তাহে মঙ্গলবার এই তাঁত হাটে ফুলিয়া শান্তিপুর, সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, কালনা, ধনিয়াখালী ও বেগমপুরের তাঁতিরা শাড়ির সম্ভার নিয়ে হাজির হন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অবাক কাণ্ড! পানীয় জলের কল থেকে বেরোচ্ছে নর্দমার জল!
সুলভ দাম হওয়ায় পুজোর কেনাকাটার সঙ্গে অনেকে বিয়ের কেনাকাটাও সেরে নিচ্ছেন। এ বিষয়ে একজন তাঁতি জানান, শান্তিপুর, কালনা ধনেখালি নানান জায়গা থেকে তাঁতিরা এসেছেন নিজেদের শাড়ির সমাহার নিয়ে। বেচাকেনা ও বেশ ভালই চলছে এই হাটে। পুজোর আগে তাঁতিদের ও লক্ষী লাভের বরাদ বেড়েছে এই হাটের দ্বারা।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: পুজোর আগে শাড়ির মেলায় উপচে পড়া ভিড় মহিলা গ্রাহকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement