TRENDING:

Hooghly News: প্রবীণদের একাকিত্ব দূর করতে তাঁদের সঙ্গে পিকনিকে মাতল পুলিশ

Last Updated:

বৃদ্ধ-বৃদ্ধাদের একাকীত্ব দূর করতে তাঁদের নিয়ে পিকনিক করল চন্দননগর কমিশনারেটের পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বয়স্করা আজ বড় একা। অনেকেরই সন্তান কর্মসূত্রে বাইরে থাকেন। জীবনের পড়ন্ত বেলায় দুটো কথা বলবেন এমন মানুষের বড় অভাব তাঁদের। সংসারে কেউ না থাকায় অনেকেই শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে বাধ্য হচ্ছেন। কারোর সন্তান আবার নিজেই মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বিদেশ পাড়ি দিয়েছে। সব মিলিয়ে সায়হ্নকালে এসে এই মানুষগুলির জীবনে বোধহয় একাকীত্বই একমাত্র পাওনা হয়ে দাঁড়িয়েছে! সেই তাঁদেরই মুখে এবার হাসি ফোটাতে এগিয়ে এল পুলিশ। বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে পিকনিকে মাতলেন চন্দননগর কমিশনারেটের পুলিশ কর্মীরা।
advertisement

শনিবার হুগলির উত্তরপাড়ায় বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে পিকনিকের আয়োজন করে চন্দননগর কমিশনারেট। খাওয়া-দাওয়া, গান-বাজনা নিয়ে এক জমজমাট দিন কাটে।

উত্তরপাড়ার প্রায় ১০০ জন প্রবীণকে নিয়ে এই চড়ুইভাতির আয়োজন করা হয়। পুলিশের উদ্যোগে রাজ্যজুড়ে এক মানবিক কর্মসূচি শুরু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে স্পর্শ। শনিবার সেই স্পর্শর উদ্যোগেই পিকিনিকের আয়োজন করা হয়। একই সঙ্গে বৃদ্ধ-বৃদ্ধাদের অভাব অভিযোগের কথাও শোনেনি পুলিশ কর্তারা। আগামিতে প্রবীণ নাগরিকরা কোনও সমস্যায় পড়লে পুলিশ যাতে যথাযতভাবে ব্যবস্থা নিতে পারে তা নিয়েও আলোচনা করা হয়।

advertisement

আরও পড়ুন: পানাগড় সেনা ছাউনিতে পালিত হল আর্মড ফোর্সেস ভেটারেন্স ডে

View More

এই পিকনিকের বিষয়ে পুলিশ আধিকারিক আলি রাজা বলেন, "অনেক প্রবীণ নাগরিক বাড়িতে একা থাকেন। কারোর ছেলে-মেয়ে চাকরি সূত্রে বাইরে চলে গেছে। তাঁদের এই একাকীত্ব জীবনে একটু আনন্দ দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল।" তিনি জানান, এলাকার প্রবীণ নাগরিকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়। সেখানে বয়স্করা তাঁদের যেকোনও সমস্যার কথা জানাতে পারবেন। সেই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেই কারণে একজন নোডাল অফিসার সহ চারজন আধিকারিককে ওই কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: প্রবীণদের একাকিত্ব দূর করতে তাঁদের সঙ্গে পিকনিকে মাতল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল