শনিবার হুগলির উত্তরপাড়ায় বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে পিকনিকের আয়োজন করে চন্দননগর কমিশনারেট। খাওয়া-দাওয়া, গান-বাজনা নিয়ে এক জমজমাট দিন কাটে।
উত্তরপাড়ার প্রায় ১০০ জন প্রবীণকে নিয়ে এই চড়ুইভাতির আয়োজন করা হয়। পুলিশের উদ্যোগে রাজ্যজুড়ে এক মানবিক কর্মসূচি শুরু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে স্পর্শ। শনিবার সেই স্পর্শর উদ্যোগেই পিকিনিকের আয়োজন করা হয়। একই সঙ্গে বৃদ্ধ-বৃদ্ধাদের অভাব অভিযোগের কথাও শোনেনি পুলিশ কর্তারা। আগামিতে প্রবীণ নাগরিকরা কোনও সমস্যায় পড়লে পুলিশ যাতে যথাযতভাবে ব্যবস্থা নিতে পারে তা নিয়েও আলোচনা করা হয়।
advertisement
আরও পড়ুন: পানাগড় সেনা ছাউনিতে পালিত হল আর্মড ফোর্সেস ভেটারেন্স ডে
এই পিকনিকের বিষয়ে পুলিশ আধিকারিক আলি রাজা বলেন, "অনেক প্রবীণ নাগরিক বাড়িতে একা থাকেন। কারোর ছেলে-মেয়ে চাকরি সূত্রে বাইরে চলে গেছে। তাঁদের এই একাকীত্ব জীবনে একটু আনন্দ দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল।" তিনি জানান, এলাকার প্রবীণ নাগরিকদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়। সেখানে বয়স্করা তাঁদের যেকোনও সমস্যার কথা জানাতে পারবেন। সেই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেই কারণে একজন নোডাল অফিসার সহ চারজন আধিকারিককে ওই কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে।
রাহী হালদার





