আরও পড়ুন: পঞ্চায়েতে ‘ফল’ দিতে না পারায় মণ্ডল সভাপতিদের বদলে ফেলল বিজেপি! পার্টি অফিসে তুমুল বিক্ষোভ
এখনও বর্ষাকাল পুরোপুরিভাবে আসেনি। তার আগেই জল যন্ত্রণায় ভুগছে ডানকুনির মানুষ। ঘোর বর্ষায় কী হবে তাই নিয়ে এখন থেকেই দুশ্চিন্তার ভাঁজ স্থানীয় মানুষদের কপালে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি। ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডে আছে একটি প্রাথমিক স্কুল। তার সামনে নোংরা জল জমে যাওয়ায় ছুটি দিয়ে দিতে হয়েছে।
advertisement
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া জানিয়েছেন, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে হুগলিতে। এখনও মৃত্যু না হলেও তিনশো ছুঁয়েছে আক্রান্তের সংখ্যা। তবে পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় আছে প্রশাসন। গত বছর হুগলিতে সাত হাজারের বেশি ডেঙ্গু আক্রান্ত ছিল। চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত হুগলি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন।
ডানকুনির পুরপ্রধানের দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা তৈরি করছে বলে নিকাশির সমস্যা হচ্ছে। রাস্তাগুলো উঁচু হয়ে যাওয়ার কারণে বর্ষার জল ঢুকে পড়ছে এলাকায়। ডিএম এসডিও সকলে মিলে বৈঠক করে জল যন্ত্রণা থেকে কীভাবে নিস্তার পাওয়া যাবে তার চেষ্টা করা হচ্ছে।
রাহী হালদার