TRENDING:

Hooghly News: বর্ষার শুরুতেই জলযন্ত্রণা ডানকুনিতে, নর্দমার নোংরা জলে একাকার

Last Updated:

বৃষ্টির জমা জল ও নর্দমার নোংরা জলে দুর্ভোগে পড়েছে ডানকুনির মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ডানকুনি পুরসভার একাধিক এলাকা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে। তার উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে নালা নর্দমার জল উপচে রাস্তায় উঠে আসা। ডানকুনির স্টেশন পল্লি, দক্ষিণ সুভাষ পল্লি, তাঁতিপাড়া, উত্তর সুভাষ পল্লি এই এলাকাগুলিতে জল জমার কারণে নিত্যদিনের যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের মুখে পড়ছে সাধারণ মানুষ। এই সমস্ত এলাকাগুলিতে একাধিক জায়গায় নর্দমা বুজে যাওয়ার কারণে রাস্তায় উঠে এসেছে নোংরা জল।
advertisement

আরও পড়ুন: পঞ্চায়েতে ‘ফল’ দিতে না পারায় মণ্ডল সভাপতিদের বদলে ফেলল বিজেপি! পার্টি অফিসে তুমুল বিক্ষোভ

এখনও বর্ষাকাল পুরোপুরিভাবে আসেনি। তার আগেই জল যন্ত্রণায় ভুগছে ডানকুনির মানুষ। ঘোর বর্ষায় কী হবে তাই নিয়ে এখন থেকেই দুশ্চিন্তার ভাঁজ স্থানীয় মানুষদের কপালে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি। ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডে আছে একটি প্রাথমিক স্কুল। তার সামনে নোংরা জল জমে যাওয়ায় ছুটি দিয়ে দিতে হয়েছে।

advertisement

View More

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া জানিয়েছেন, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে হুগলিতে। এখনও মৃত্যু না হলেও তিনশো ছুঁয়েছে আক্রান্তের সংখ্যা। তবে পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় আছে প্রশাসন। গত বছর হুগলিতে সাত হাজারের বেশি ডেঙ্গু আক্রান্ত ছিল। চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত হুগলি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন।

advertisement

ডানকুনির পুরপ্রধানের দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা তৈরি করছে বলে নিকাশির সমস্যা হচ্ছে। রাস্তাগুলো উঁচু হয়ে যাওয়ার কারণে বর্ষার জল ঢুকে পড়ছে এলাকায়। ডিএম এসডিও সকলে মিলে বৈঠক করে জল যন্ত্রণা থেকে কীভাবে নিস্তার পাওয়া যাবে তার চেষ্টা করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বর্ষার শুরুতেই জলযন্ত্রণা ডানকুনিতে, নর্দমার নোংরা জলে একাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল