Hooghly News: পঞ্চায়েতে 'ফল' দিতে না পারায় মণ্ডল সভাপতিদের বদলে ফেলল বিজেপি! পার্টি অফিসে তুমুল বিক্ষোভ

Last Updated:

মণ্ডল সভাপতি পরিবর্তনের প্রতিবাদে হুগলির বিজেপি জেলা অফিসে দলীয় কর্মীদের তুমুল বিক্ষোভ

হুগলি: পঞ্চায়েত ভোট মিটতেই সংগঠনিক রদবদল বিজেপিতে। হুগলি সাংগঠনিক জেলায় মণ্ডল সভাপতিদের বেশিরভাগকেই বদলে ফেলল প্রধান বিরোধী দল। গেরুয়া শিবিরের একটি অংশের দাবি ভোটে খারাপ ফলের জেরেই এই রদবদল। আর এতেই ক্ষুব্ধ সদ্য প্রাক্তন মণ্ডল সভাপতি ও তাঁদের অনুগামীরা বৃহস্পতিবার জেলা কার্যালয়ে এসে বিক্ষোভ দেখান। তাঁদের নিশানায় ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও জেলা সভাপতি তুষার মজুমদার। অভিযোগ, লকেট ও তুষার ঘনিষ্ঠদের বেছে বেছে নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে।
সদ্য পদ হারানো বিজেপি নেতারা দলের‌ই সাংসদ ও জেলা সভাপতির উপর এদিন ক্ষোভ উগড়ে দেন। তাঁদের দাবি, যারা পঞ্চায়েত ভোটে দলের হয়ে কাজ করেনি তাদেরকেই মণ্ডল সভাপতি পদে বসানো হয়েছে। হুগলি সাংগঠনিক জেলর ৩০ টি মণ্ডলের মধ্যে ২২ টিতেই সভাপতি বদল করা হয়েছে। এই বিষয়ে নিচু তলায় কো‌ন‌ও আলোচনা না করার অভিযোগ উঠেছে জেলা নেতৃত্বের বিরুদ্ধে।
advertisement
advertisement
পদ যেতেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়ে ধনিয়াখালি মণ্ডলের সদ্য প্রাক্তন সভাপতি তনুশ্রী দাস বলেন, পঞ্চায়েত ভোটে আমরা পড়ে পড়ে মার খেলাম। জেলা সভাপতিকে পাশে পাইনি। তৃণমূলের সঙ্গে লড়াই আমরা করছি আর পদ দেওয়া হচ্ছে অন্যদের। জেলা সভাপতি তুষার মজুমদারের বিরুদ্ধে তৃনমূলের সঙ্গে সেটিং করে চলার অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে যারা টাকা তুলতে পারবে তাঁদেরকেই মণ্ডল সভাপতি পদে বসানো হয়েছে।
advertisement
দলীয় নেতৃত্বের একাংশের এই বিক্ষোভে অস্বস্তিতে পড়ে গিয়েছে বিজেপি। ব্যাপারটা হালকা করতে গিয়ে জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, ‘আমার সময়ই ওদের মণ্ডল সভাপতি করা হয়েছিল। সবাই বিজেপির সৈনিক। ওদের জেলায় পদ দেওয়া হয়েছে, আরও বড় দায়িত্ব দেওয়া হবে। সেটা হয়তো বুঝতে পারছে না। কীসের সেটিং, কার সঙ্গে সেটিং আমি জানি না। দুঃখে, অভিমানে হয়তো ওরা এসব বলেছে। পাশাপাশি মণ্ডল সভাপতি বদলে ফেলার দায় একা নিজের ঘরে নিতে রাজি হননি তুষারবাবু। তাঁর দাবি, জেলার চারজন সাধারণ সম্পাদক এবং রাজ্য নেতৃত্বের অনুমোদনে এই রদবদল হয়েছে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পঞ্চায়েতে 'ফল' দিতে না পারায় মণ্ডল সভাপতিদের বদলে ফেলল বিজেপি! পার্টি অফিসে তুমুল বিক্ষোভ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement