TRENDING:

Hooghly News: চুঁচুড়ার কার্তিকের লড়াই দেখতে ভিড় দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের

Last Updated:

বাঙালি বারো মাসে তেরো পারবো। হুগলিতে পার্বণের শেষ হওয়ার নামই নেই। বিশ্বকর্মা পূজা থেকে শুরু। দুর্গা, কালী, জগদ্ধাত্রী সব পেরিয়ে এবার কার্তিক পূজার পালা। হুগলির চুঁচুড়া বিখ্যাত কার্তিক লড়াইয়ের জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : বাঙালি বারো মাসে তেরো পারবো। হুগলিতে পার্বণের শেষ হওয়ার নামই নেই। বিশ্বকর্মা পূজা থেকে শুরু। দুর্গা, কালী, জগদ্ধাত্রী সব পেরিয়ে এবার কার্তিক পূজার পালা। হুগলির চুঁচুড়া বিখ্যাত কার্তিক লড়াইয়ের জন্য। দেবসেনা কার্তিকের আরাধনায় মেতে ওঠে গোটা শহর। একদিনের পুজো এবং তার পরের দিনের শোভাযাত্রাকে ঘিরে উন্মাদনা গোটা শহরবাসীর। সারা রাত ব্যাপি, হুগলি জেলার সদর শহর চুঁচুড়ায় চলে কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা। ৩৩ টি পুজো কমিটি অংশগ্রহণ করেছিল কার্তিক লড়াই প্রতিযোগিতায়।
advertisement

সুসজ্জিত আলোকসজ্জা, বাদ্যযন্ত্রের সমাহার ও দেবসেনা কার্তিকে নিয়ে সারারাত ব্যাপী শোভাযাত্রা হয় চুঁচুড়ায়। আর এই শোভাযাত্রা কে ঘিরেই পুজো উদ্যোক্তা থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। কার্তিকের এই শোভাযাত্রা স্থানীয়দের কাছে কার্তিকের লড়াই নামে পরিচিত। শুক্রবার রাতে পূজো উদ্যোক্তারা নিজেদের সুসজ্জিত ট্যাবলো নিয়ে গোটা শহর জুড়ে দেবসেনা কার্তিক কে নিয়ে পরিক্রমা করেন।

advertisement

আরও পড়ুনঃ মাদক বর্জনের ডাক মণ্ডপে! দেখতে ভিড় দর্শনার্থীদের

যা দেখার জন্য স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মত। কেন এই কার্তিকের লড়াই ! স্থানীয় মানুষরা জানান, প্রতিটি ক্লাব কমিটি প্রমাণ করতে চায় সে অন্যদের থেকে সেরা। তাই সবার কার্তিক এবং তার ট্যাবলেট নতুন কিছুর চমক রাখার প্রচেষ্টা থাকে। কেউ ট্যাবলোতে তৈরি করেছেন দিল্লির লালকেল্লা। কেউবা তৈরি করেছে হুগলি ব্রিজ। একইসঙ্গে ঢাকঢোল কর্তার এবং ব্যাক পাইপার মিউজিক এর সমাহার।

advertisement

View More

আরও পড়ুনঃ ২৯৪ বছরের প্রাচীন সাহাগঞ্জের জাগ্রত জ্যাংড়া কার্তিকের পুজো

দুর্গাপুজোর রেড রোডের কার্নিভাল এর মতনই বিগত ৩০০ বছর ধরে চুঁচুড়ায় চলে আসছে কার্তিকের লড়াই। স্থানীয় এক বাসিন্দা জানান তারা প্রতিবছরই কার্তিক লড়াই দেখার জন্য চুঁচুড়ায় আসেন । বিগত দুই বছর করোনার কারণে কার্তিক লড়াইয়ের আনন্দ কিছুটা ম্লান হয়েছিল। তবে এই বছর আবারো পুরো উদ্যমে পুরাতন ছন্দে ফিরেছে কার্তিক লড়াই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: চুঁচুড়ার কার্তিকের লড়াই দেখতে ভিড় দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল