আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত ধরে এফএম ট্রান্সমিটার পেল আলিপুরদুয়ার
শুক্রবার হুগলির আরামবাগ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পুরসভা এসে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, কয়েক বছর কেটে গেলেও ড্রেন, রাস্তা থেকে শুরু করে উন্নয়নমূলক কোনও কাজই সেভাবে হয়নি। তাঁদের সমস্যার কথা সরাসরি পুরপ্রধান সমীর ভান্ডারীকে জানান। ওয়ার্ডের অনেক গরিব বাসিন্দা এখনও আবাস যোজনার ঘর পায়নি বলেও অভিযোগ ওঠে।
advertisement
এলাকাবাসীর অভিযোগ, উত্তর ও দক্ষিণ রবীন্দ্রপল্লী, সার্কাস মাঠ, ফাঁসিবাগান এই এলাকাগুলিতে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু জল জমে যায়। মানুষ আর বাড়ির বাইরে বের হতে পারে না। দ্রুত নিকাশি নালার সংস্কার করলে এই জল জমার সমস্যা মিটে যাবে বলে তাঁদের দাবি। এদিকে এলাকাবাসীর ডেপুটেশনের বিষয়ে পুরপ্রধান সমীর ভান্ডারী বলেন, উন্নয়নের কাজ চলছে, দ্রুত ওই এলাকার সমস্যা মেটানো হবে।
শুভজিৎ ঘোষ