ওই প্লাটফর্মেরই একটি লাইটপোস্টের খোলা তার পড়ে রয়েছে প্লাটফর্মের উপরে। বিপদজনক ভাবে খোলা তার থাকায় বিদ্যুৎপৃষ্ট হওয়ার আশঙ্কায় ভোগেন নিত্যযাত্রীরা। ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের মাথায় শেড নেই ফলে বৃষ্টির দিনে ভিজতে হয় নিত্যযাত্রীদের। স্টেশনে পানের অযোগ্য জল। কোথাও কোথাও পাখা লাগানো থাকলে ও গরমের সময় সেই পাখা একদমই ঘোরে না।
advertisement
আরও পড়ুনঃ বাচ্চাদের খেলার পার্ক দীর্ঘদিন বন্ধ! পরিণত হয়েছে জঙ্গলে
এমনকি নিত্যযাত্রীদের অভিযোগ এই স্টেশনে ঠিক মতো এনাউন্সমেন্টও করা হয় না। কোন ট্রেন আসছে কোন ট্রেন যাচ্ছে, কোনও থ্রু ট্রেন আসছে কিনা তাও আগে থেকে জানান দেওয়া হয়না। এক নিত্যযাত্রীর অভিযোগ, দীর্ঘ কুড়ি বছর ধরে তিনি যাতায়াত করছেন স্টেশন দিয়ে।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় চারটি পদক হুগলির মেয়ের
দীর্ঘকাল ধরেই এই বেহাল অবস্থায় পড়ে রয়েছে হিন্দমোটর স্টেশন। তার সামনেই ফাটলে পা মুচকে পড়ে দুর্ঘটনা ঘটতে দেখেছেন তিনি। তাদের দাবি হিন্দ মোটর স্টেশনের প্ল্যাটফর্মের প্রতি রেল কর্তৃপক্ষের উদাসীন মনোভাব যেন দূর হয়ে প্লাটফর্মটিকে উন্নত করার কথা ভাবেন, যাতে যাত্রী সুরক্ষা বৃদ্ধি হয়।
Rahi Haldar