TRENDING:

Hooghly News: উদ্যানপালন দফতরের অভিনব প্রয়াস! পলি মালচিং পদ্ধতিতে পেঁপের চাষ

Last Updated:

উদ্যান পালন দপ্তরের অভিনব প্রয়াস পলি মালচিং পদ্ধতিতে পেঁপে চাষ। হুগলি জেলায় প্রথমবার পলি মালচিং পদ্ধতিতে পেঁপের চাষ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : উদ্যান পালন দপ্তরের অভিনব প্রয়াস পলি মালচিং পদ্ধতিতে পেঁপে চাষ। হুগলি জেলায় প্রথমবার পলি মালচিং পদ্ধতিতে পেঁপের চাষ করা হবে। অভিনব এই চাষের পদ্ধতি চাষিদের কাছে পৌঁছানোর জন্য বুধবার পোলবায়ে উদ্যানপালন দফতরের আধিকারিক জেলা কৃষি অধিকর্তা সহ একাধিক আধিকারিকরা চাষিকে হাতে কলমে পলিমালচিং চাষ সম্মন্ধে বোঝান। এই পদ্ধতিতে চাষের মাধ্যমে কম খরচে বেশি উৎপাদন করা সম্ভব হবে। নতুন ধরনের চাষের পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন জেলার চাষিরা।
advertisement

চাষিদের কাছে বরাবরেরই সমস্যা চাষের জল নীরেনের কাজ এবং পোকামাকড়ের উপদ্রব। অভিনব এই পদ্ধতিতে চাষ করলে এইসব সমস্যা থেকে রেহাই মিলবে জানিয়েছেন হটিকালচার দফতরের আধিকারিকরা। পলি মালচিং পদ্ধতিটি হল চাষের জমি কে আলাদা আলাদা ভাবে ভাগ করে নিয়ে তার ওপর নির্দিষ্ট গেজের পলিথিন পেতে তার উপরে চাষ করা। এই ধরনের চাষে একদিকে যেমন চাষিদের পরিশ্রম কমবে।

advertisement

আরও পড়ুনঃ ৫০ বছরেও তৈরি হল না কংক্রিটের সেতু! জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার

অন্যদিকে ফলনও দ্বিগুণ হবে। এই বিষয়ে সহ উদ্যান পালন অধিকর্তা ডক্টর শুভদীপ নাগ জানান, যে প্রথাগত নিয়মে পেঁপের চাষ করা হতো তার পরিবর্তে এই পলি মালচিং পদ্ধতিকে আনা হয়েছে চাষিদের সুবিধার্থে। এই পদ্ধতিতে চাষ করলে নীরেনের খরচ অনেকটাই কমে যাবে। সারের খরচ কম লাগবে। জল সেচের পরিমাণও কম লাগবে। সর্বোপরি ফসলের ওপর আক্রমণকারী পোকাদের হাত থেকেও রেহাই পাওয়া যাবে। অন্যদিকে ফলনের মাত্রা ও দুই থেকে তিনগুণ বৃদ্ধি পাবে।

advertisement

View More

আরও পড়ুনঃ মাছ ধরার প্রতিযোগিতা হুগলিতে, উৎসাহ দিতে হাজির মৎস্য মন্ত্রী

জমিতে যে জল অপচয় হয় সেই জল অপচয় পরিমাণও কমে যাবে। হাতে-কলমে শেখার পর স্থানীয় এক চাষি জানান, তারা আশা করছেন অভিনব পদ্ধতি তাদের জন্য লাভ দায়ক হবে। যদি শাড়ির খরচ নীরেনের খরচ এগুলি কমে আসে তাহলে চাষিদের জন্য তা ভালো খবর। এখন দেখার ফলন কতটা ধরছে। তবে তারা আশাবাদী অভিনব পদ্ধতিতে চাষ করে তারা লাভের নিশ্চয়ই দেখবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: উদ্যানপালন দফতরের অভিনব প্রয়াস! পলি মালচিং পদ্ধতিতে পেঁপের চাষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল