আরও পড়ুন: ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড় চা শ্রমিকরা, ২১-এর বৈঠকের দিকে তাকিয়ে সবাই
উল্লেখ্য, রামমোহন-২ গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের উদ্যোগে কঠিন বর্জ্য পদার্থ নিরাপদ নিষ্কাশনের প্রকল্প তৈরি করা হয়েছে। এখান থেকে বিভিন্ন এলাকার নোংরা আবর্জনা থেকে বিভিন্ন জিনিস নির্দিষ্টিত জায়গায় রেখে দেওয়ার পর ওখান থেকে পঞ্চায়েত নিয়ে এসে জৈব সার তৈরি করার জন্য এই প্রকল্পটি তৈরি হয়েছে।
advertisement
এই বিষয়ে পঞ্চায়েত প্রধান জানান, দিনের পর দিন পরিবেশের দূষণ ছড়াচ্ছে। প্রায় প্রত্যেক মানুষই এখনও অসচেতন রয়েছেন। তাই এবার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। যেভাবে মানুষ ডেঙ্গি, ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে তাতে করে নোংরা আবর্জনাগুলি নির্দিষ্ট জায়গায় ফেললে এখান থেকে আবার তৈরি হবে জৈব সার। এরফলে পরিবেশ অনেকটাই সুস্থ থাকবে।
শুভজিৎ ঘোষ