Alipurduar News: ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড় চা শ্রমিকরা, ২১-এর বৈঠকের দিকে তাকিয়ে সবাই
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
চা শ্রমিকদের বোনাস নিয়ে উত্তেজনা বাড়ছে চা বাগানে। শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে অনুরোধ
আলিপুরদুয়ার: আগামী ২১ সেপ্টেম্বর বাগান মালিকদের সঙ্গে চা শ্রমিক ইউনিয়নগুলির বোনাসের পরিমাণ নির্ধারণ করা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগেই চা শ্রমিক সংগঠনগুলি পরিষ্কার জানিয়ে দিল তাদের ২০ শতাংশ’ই দিতে হবে।এই নিয়ে কার্যত অনড় মনোভাবের পরিচয় দিয়েছে শ্রমিক সংগঠনগুলো।
চা শ্রমিকদের বোনাসের দাবি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে আলিপুরদুয়ার সহ ডুয়ার্সের চা বাগানগুলোতে। শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলও শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবিকে সমর্থন জানিয়েছে। এরপরে শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে তাদের ২০ শতাংশের দাবিতে মালিকরা রাজি না হলে আন্দোলন শুরু করা হবে। গত ১৪ সেপ্টেম্বর চা শ্রমিকদের পুজো বোনাস নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়। কিন্তু সেই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এরপর আগামী ২১ সেপ্টেম্বর পুনরায় বৈঠকের ডাক দেওয়া হয়েছে কলকাতায়। যদিও ২১ টি চা-বাগানের নাম নেই বোনাস তালিকায়।এরপরই সবকটি বাগানের নাম তালিকায় থাকতে হবে বলে সুর চড়িয়েছেন শ্রমিক নেতারা।
advertisement
advertisement
এই প্রসঙ্গে চা শ্রমিকদের নেতা বিকাষ মাহালি বলেন, বেশ কয়েকটি চা বাগানের নাম নেই বোনাস তালিকায়। এছাড়া মালিকপক্ষ কম বোনাস দেবে বলে জানিয়েছে। এগুলো কোনভাবেই মেনে নেওয়া হবে না। শ্রমিক নেতা রাজেশ বার্লা বলেন, মালিকপক্ষ চা শ্রমিকদের ৮.৩৩ শতাংশ বোনাস দেওয়ার কথা বলেছে। পাশাপাশি তিনি কিছুটা সমাধান সূত্রের ইঙ্গিত দিয়ে বলেন, যে চা বাগানগুলো আর্থিক সঙ্কটে আছে তাদের কিছুটা ছাড় দেওয়া যেতে পারে। সব মিলিয়ে ২১ সেপ্টেম্বরের বৈঠকের আগে টানটান উত্তেজনা চা বাগানগুলোয়।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2023 2:06 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড় চা শ্রমিকরা, ২১-এর বৈঠকের দিকে তাকিয়ে সবাই