Hooghly News: দাম নেই পাটের, ভাল ফলন সত্ত্বেও ক্ষতির মুখে চাষিরা
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ভাল ফলন হলেও দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পাট চাষিরা
হুগলি: ফলন ভাল হলেও দাম নেই পাটের। আর তার ফলে চরম সমস্যায় পড়েছেন পাট চাষিরা। অন্যান্য জেলার পাশাপাশি হুগলির আরামবাগ মহকুমার বিভিন্ন অঞ্চলেও একই পরিস্থিতি। খানাকুলের নতিবপুর, উদয়পুর সহ বিভিন্ন এলাকার পাট চাষিদের মাথায় হাত পড়ার অবস্থা।
পাটের ফলন এবার বেশ ভালই হয়েছিল। কিন্তু গত বছরের তুলনায় চাষের খরচ অনেক বেড়ে গেছে। অন্যদিকে পাটের বিক্রয়মূল্য দিনদিন কমতে শুরু করেছে। বছর দু’য়েক আগেও যেখানে কুইন্টাল পিছু ৭ হাজার টাকা দর পাওয়া যেত তা এখন নেমে এসেছে সাড়ে তিন থেকে চার হাজার টাকায়। ওই দামে পাট বিক্রি করে লাভ তো দূরের কথা খরচটুকুও উঠছে না কৃষকদের। অনেকেই মহাজনদের থেকে ঋণ নিয়ে পাট চাষ করেছেন। এই অবস্থায় তাঁদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে।
advertisement
advertisement
হতাশ পাটচাষিরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার পাটের ফলন ভাল হলেও দাম সেভাবে পাওয়া যাচ্ছে না। এদিকে আবহাওয়ার খামখেয়ালির জন্য অনেকেই সেভাবে পাট পচাতে পারেননি। এক বিঘা জমিতে পাট চাষ করতে কৃষকদের মোটামুটি ১০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু সেই টাকাটুকুও না ওঠায় হতাশ চাষিরা। এই পরিস্থিতিতে কীভাবে ঋণ পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না কৃষকরা।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 16, 2023 1:48 PM IST








