বাবা দেবাশিস মুখোপাধ্যায় জানান, মেয়ের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বাড়িতে পালন করি। কিন্তু এবার ঠিক করলাম ছোটবেলার স্কুলে গিয়ে খুদে পড়ুয়ার সাথে জন্মদিনের সময় কাটানোর। ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে ছোট্ট চারাগাছ দেওয়া হয়। সামনের সপ্তাহে এই সমস্ত ছাত্র ছাত্রীদের মাংস ভাত ও পায়েস খাওয়ানোর ব্যবস্থা করবেন।
আরও পড়ুন ঃ গণনা তো শেষ! কিন্তু এখন কেন ছড়িয়ে BJP-CPM এ ছাপ দেওয়া ব্যালট, হুগলিতে উত্তেজনা
advertisement
এই বিষয়ে দেবাশীষ বাবুর মেয়ে জানান, প্রতিবছর বাড়িতে জন্মদিন পালন করলেও আজকের দিনটা একটু স্পেশাল মনে হচ্ছে। তার কারণ হলো নিজের ছোটবেলার স্কুলে এসে ভাই বোনেদেরকে নিয়ে জন্মদিন পালন করলাম। তাতে করে নিজের ভীষণ আনন্দ লাগছে। আগামী দিনে চেষ্টা করবে বাড়িতে না করে স্কুলে গিয়ে জন্মদিন পালন করা।
অন্যদিকে স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, এই উদ্যোগে তারা ভীষণভাবে খুশি। মেয়ের পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাকে নিয়ে জন্মদিন পালন করার উদ্যোগটি অসাধারণ। দেবাশীষ বাবুর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
Suvojit Ghosh