আরও পড়ুন: ১৫০ অ্যারাবিয়ান খেজুর গাছে সেজে উঠছে সিউড়ি কবরস্থান
এই অবাক করা স্কুলটির নাম কেদারপুর হাইস্কুল। হুগলির খানাকুলের এক প্রত্যন্ত গ্রামে এটি অবস্থিত। মূলত গরিব পরিবারের ছেলেমেয়েরাই এখানে পড়াশোনা করতে আসে। তাদের অনেকের বাড়িতে দু’বেলা দু’মুঠো খাবার জোটে না। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ে লেখাপড়ার উপর। যারা দু’বেলা ভালো করে খেতে পায় না সেই সকল পরিবারের কাছে ছেলেমেয়েদের অ্যাডমিশন ফি দিয়ে স্কুলে ভর্তি করাটা একরকম বিলাসিতা। ফলে মাধ্যমিকের পর স্কুল ছুটের সংখ্যা ভয়াবহভাবে এই এলাকায় বেড়ে যায়। সেই পরিস্থিতি বদলাতেই কেদারপুর হাইস্কুল একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের অ্যাডমিশন ফি মুকুব করার পাশাপাশি প্রতিদিন স্কুলে তাদের পেট ভরা খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি ছাত্র-ছাত্রীরা। তাদের আশা, এবার অন্তত লড়াই করে হলেও উচ্চমাধ্যমিকটা পাস করে যেতে পারবে।
advertisement
এই বিষয়ে কেদারপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন, প্রত্যন্ত গ্রামের ছাত্র-ছাত্রীরা অর্থাভাবে স্কুলে ভর্তি হতে পারে না। সেই পরিস্থিতি বদলাতেই প্রশাসনের সহযোগিতা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুভজিৎ ঘোষ