Arabian Palm Tree: ১৫০ অ্যারাবিয়ান খেজুর গাছে সেজে উঠছে সিউড়ি কবরস্থান
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
চার কোটি টাকা খরচে এই গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কবরস্থানটির উন্নয়নের জন্য আরো বেশ কিছু কাজ করা হবে।
বীরভূম: সৌন্দর্যায়নের লক্ষ্যে সিউড়ি কবরস্থানে বসানো হতে চলেছে ১৫০ টি অ্যারাবিয়ান গাছ। প্রায় চার কোটি টাকা খরচে এই গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কবরস্থানটির উন্নয়নের জন্য আরো বেশ কিছু কাজ করা হবে।
সিউড়ি কবরস্থান ইদগাহ কমিটির তরফ থেকে জানানো হয়েছে, এটি রাজ্যের মধ্যে অন্যতম বৃহৎ কবরস্থান। শোকসন্তপ্ত মানুষ এখানে এসে যাতে একটু শান্তি খুঁজে পান সেই লক্ষ্যে কবরস্থানের মাঠটিকে সাজিয়ে তোলার সিদ্ধান্ত হয়। বহু আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিনের ধরে মাঠটি বেহাল অবস্থায় ছিল। শেষে জেলা ওয়াকফ বোর্ডের সহযোগিতায় সমস্যার সমাধান হয়। তাদের হাত ধরেই কবরস্থান ইদগাহ কমিটি এই উন্নয়নমূলক কাজ করতে চলেছে।
advertisement
advertisement
জেলা ওয়াকফ বোর্ডের এক সদস্য জানান, পরিকল্পনা মত সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছছ। মাঠে সীমানা প্রাচীর বানানো হবে। পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য ১৫০ টি অ্যারাবিয়ান খেজুর গাছ লাগানো হচ্ছে। এই গাছ দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে। আরবের এই গাছ সিউড়ির মাটিতে লাগালে ঠিক হবে কিনা তা জানার জন্য এলাকার মাটি পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞরা জানান, এই মাটিতে অ্যারাবিয়ান খেজুর গাছ লাগাতে কোনও সমস্যা নেই। তারপরই এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
advertisement
শুভদীপ পাল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 1:13 PM IST