TRENDING:

Hooghly News: টাকা জালিয়াতির নতুন ফন্দি ফাঁস! চেক ব্যবহার করলে এখনই সাবধান হয়ে যান

Last Updated:

Hooghly News: হুগলিতে জাল চেক তৈরি করে চলছিল টাকা জালিয়াতির করবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: জাল চেক তৈরি করে চলছিল টাকা জালিয়াতির করবার। এমনকী গ্রাহকের জাল সই তৈরি করে ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছিল। গ্রাহকের কিছু বোঝার আগেই তাঁর একাউন্ট থেকে টাকা উধাও। একজন নয়, গোটা ৮ জন মিলে চালাচ্ছিল জালিয়াতির চক্র। চন্দননগর সাইবার ক্রাইম থানার বড় সাফল্য, গ্রেপ্তার করল একসঙ্গে ৮ জনের জালিয়াতের গ্যাং।
advertisement

ব্যান্ডেল সাহাগঞ্জের সনৎ কুমার মন্ডল চন্দননগর পুলিশের সাইবার সেল থানায় অভিযোগ দায়ের করেন গত ১১ জুন। তাঁর এসবিআই এ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৯০ হাজার টাকা তুলে নেওয়া হয় চেক ভাঙিয়ে।

আরও পড়ুন- ঘুচল অন্ধকার, ৭৫ বছর পরে আলো জ্বলল গ্রামে

গত ২৪ মে মোবাইলে মেসেজ আসার পর সনৎবাবু জানতে পারেন।ব্যাঙ্গালোরে চাকরি করেন সাহাগঞ্জের বাসিন্দা সনৎ মন্ডল।ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিয়ে পাশবই আপডেট করে জানতে পারেন, জাল চেকে টাকা তোলার কথা। অথচ যে চেক ভাঙিয়ে টাকা তোলা হয়েছে, সেটি সনৎ বাবুর কাছেই রয়েছে।

advertisement

View More

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে ১৬ তারিখে প্রথম গ্রেফতার করে আমডাঙার সুরজ হোসেনকে। এর পর আরও সাতজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশের গোয়েন্দারা।

দেখা যায় যে সুরজ হোসেনের এ্যাকাউন্টে সেই চেকের টাকা ঢুকেছে।তাকে গ্রেফতারের পর পুলিশ জেরা করে বিরাট প্রতারণা চক্রের হদিশ পায়। রীতিমতো চেক ছাপিয়ে বিভিন্ন লোকের এ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলত এই চক্র।

advertisement

ধৃতদের কাছ থেকে ডেবিট কার্ড, ১১ টা ক্রেডিট কার্ড, প্রিন্টার,মাইক্রো এস ডি কার্ড,বিভিন্ন ব্যাঙ্কের চেক বই, ৯ টা মোবাইল ফোন এবং সনৎ মন্ডলের স্পেসিমেন সই উদ্ধার করে। নৈহাটির একটি ব্যাঙ্ক থেকে টাকা তোলা হয়েছিল সেখানকার সিসি টিভি ফুটেজ তদন্তে কাজে লাগায় পুলিশ।

বারাসাতের বাবান মজুমদার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুক্তিতে কাজ করত। সেই বিভিন্ন গ্রাহকের তথ্য সরবরাহ করে বলেও জানতে পারে তদন্তকারীরা।আজ চুঁচুড়ায় সাইবার ক্রাইম থানায় ডিসিপি চন্দননগর নীধি রানী এসিপি ডিডি বিশ্বজিৎ নস্কর সাংবাদিক সম্মেলন করেন।

advertisement

আরও পড়ুন- 'দিদি কিছু বলতে চাই', সভা শেষ করে তৎপর মুখ্যমন্ত্রী কথা বলতে ডাকলেন প্রতিবাদীদের

ডিসিপি বলেন, একজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। খুব দ্রুত প্রতারণা চক্রের হদিশ মেলার পর তাদের গ্রেফতার করা হয়। টাকা উদ্ধার হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: টাকা জালিয়াতির নতুন ফন্দি ফাঁস! চেক ব্যবহার করলে এখনই সাবধান হয়ে যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল