Asansol News || ঘুচল অন্ধকার, স্বাধীনতার ৭৫ বছর পরে আলো জ্বলল গ্রামে

Last Updated:

Asansol News || স্বাধীনতার ৭৫ বছর পর গ্রামে এল রাজ্য সরকারের বিদ্যুৎ।

কৃতিত্ব কার?
কৃতিত্ব কার?
#আসানসোল: স্বাধীনতার ৭৫ বছর পর আসানসোলের জামডোবা গ্রামে এল আলো৷ বাজল ধামসা মাদল৷ গ্রামবাসীদের নাচের তালে তাল মেলালেন স্থানীয় কাউন্সিলর তরুণ চক্রবর্তী।
আসানসোল পৌরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ড জামডোবা গ্রাম। স্বাধীনতার ৭৫ বছর পর গ্রামে এল রাজ্য সরকারের বিদ্যুৎ। জ্বলল স্ট্রিট লাইট। বাজল বক্স। হল আদিবাসী নৃত্য। আলোহীন আসানসোলের এই গ্রামে সোমবার সকালে জ্বলে উঠল আলো। আগামিকাল আসানসোলের পোলো গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে। তার ঠিক আগের মুহূর্তে অন্ধকার থেকে মুক্তি পাওয়ায় অভিনন্দন জানাচ্ছেন কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে। যদিও তরুণ চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই কাজ সম্ভব হয়েছে।
advertisement
আরও পড়ুন: রাতে এল ফোন, সকালেই দিল্লি পৌঁছানোর নির্দেশ! সুকান্তকে নিয়ে বিজেপিতে শোরগোল
এই গ্রামকে আলোকিত করার কাজে বিজেপিও নিজেদের উদ্যোগের কথাই বলছেন। অগ্নিমিত্রা পল তাঁর চেষ্টার কথাও বলেছেন।অগ্নিমিত্রা পল দাবি করেছেন, তিনি এই গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করেছেন। অন্যদিকে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী দাবি করেছেন, বিদ্যুৎ সংযোগ হয়েছে তাঁরই উদ্যোগে। কৃতিত্ব কার এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি হোক বা তৃণমূল যেই হোক না কেন, ৭৫ বছর পর আলো জ্বলছে গ্রামে, এটাই গ্রামবাসীর কাছে আনন্দের৷
advertisement
advertisement
Deepak Sharma
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol News || ঘুচল অন্ধকার, স্বাধীনতার ৭৫ বছর পরে আলো জ্বলল গ্রামে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement