TRENDING:

Hooghly News: কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে একটুকরো শান্তিনিকেতন... এই শীতে কম টাকায় ঘুরে আসুন

Last Updated:

হুগলির কোন্নগরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। সবুজে ঘেরা গঙ্গা তীরবর্তী ঠাকুরবাড়ি মন কেড়েছে ভ্রমণ পিপাসুদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: শীত পড়তেই ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়েন ঘুরতে। শীতের মিঠে দুপুরের রোদে একটুকরো শান্তিনিকেতন ঘুরে আসতে চাইলে এখন আর বোলপুর আসতে হবে না। সেই আমেজ পেয়ে যাবেন হুগলির কোন্নগরে। হুগলির কোন্নগরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। সবুজে ঘেরা গঙ্গা তীরবর্তী ঠাকুর বাড়ি মন কেড়েছে ভ্রমণ পিপাসুদের।
advertisement

জিটি রোডের উপর কোন্নগর ধারসার কাছে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ২০২০ সালে হেরিটেজ তকমা পাওয়ার পর থেকে কোন্নগর পৌরসভার উদ্যোগে ভ্রমণ কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে এই বাগানবাড়িটিকে। বাগান বাড়ির ভেতরে প্রবেশ করলেই পাখিদের কলতান নদীর বয়ে যাওয়ার শব্দ ও সবুজ গাছ-গাছালি ভ্রমণপিপাসু বাঙালিকে শান্তিনিকেতনের কথা মনে করিয়ে দেয়।

advertisement

এই বাগানবাড়ি অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে। একই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব কেটেছে এই বাগান বাড়িতেই। কবিগুরুর বেশ কিছু রচনায় এই বাগানবাড়ির উল্লেখ রয়েছে। এখানে এসে যেমন মানুষের মন শান্ত হয়ে যায় তেমনি নস্টালজিক হয়ে পড়েন তারা।

এই বিষয়ে এখানে আসা এক পর্যটক তিনি জানান, শহর কলকাতার কাছে অল্প সময়ে নিরিবিলিতে সময় কাটানোর এক অন্যতম জায়গা হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তারা কাজের ফাঁকে বা অবসর সময়ে যখনই সময় পান তখনই তারা ঘুরতে চলে আসে না এই বাগানবাড়িতে কারণ এখানে এলে নাকি তাদের মন ভালো হয়ে যায়।

advertisement

View More

কীভাবে আসবেন এই বাগান বাড়িতে

  • হাওড়া থেকে ট্রেন ধরে কোন্নগর স্টেশন, সেখান থেকে অটো টোটো বা রিক্সা ধরে জিটি রোডের উপরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির কথা বললে যে কেউ নিয়ে চলে আসবে সেখানে।
  • কলকাতা বা শিয়ালদা থেকে আসতে চাইলে, ট্রেন ধরে সোদপুর স্টেশনে এসে সেখান থেকে গঙ্গা পেরিয়ে কোন্নগর চলে আসলেই পায়ে হেঁটে ১০ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন বাগানবাড়িতে।
  • advertisement

  • মেট্রো করে আসতে চাইলে, নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে। সেখান থেকে একটা অটো করে বালিখাল, বলি থেকে কোন্নগর আসার আরেকটি অটো ধরে সোজা পৌছে যাবেন বাগান বাড়ির সামনে।
  • প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই বাগান বাড়ি সকলের জন্য।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে অস্থায়ী সিনেমা হল, কালীপুজোয় জঙ্গলমহলে ভিন্ন আয়োজন, উপভোগ করলেন আট থেকে আশি
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে একটুকরো শান্তিনিকেতন... এই শীতে কম টাকায় ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল