জাতীয় ভোটার দিবসে দেশের সমস্ত ১৮ এর তরুণ-তরুণীদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়। সেই মত হুগলির চুঁচুড়াতেও পালন করা হল জাতীয় ভোটার দিবস। একই সঙ্গে তরুন প্রজন্মের কাছে নিজের ভোটাধিকার কখনও কারোর দ্বারা যাতে প্রভাবিত না হয় সেই নিয়ে সচেতনতার বার্তা প্রদান করা হয়।
আরও পড়ুন: হ্যামিল্টনগঞ্জের সরস্বতী বাজারে হিট 'কুমোড় ভাইদের' ঠাকুর! ব্যাপারটা কী
advertisement
এই দিন জাতীয় ভোটার দিবস উপলক্ষে হুগলির চুঁচুড়ায় আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, সহকারী জেলাশাসক সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। নতুন ভোটারদের শপথ বাক্য পাঠ করিয়ে তাদের হাতে ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এই দিনটির বিশেষ উদ্দেশ্য এই যে নতুন ভোটার যারা আসছে তাদের ভোট অধিকার সম্পর্কে অবগত করা।
এই দিন অনুষ্ঠানের মঞ্চ থেকে জেলা তথা রাজ্যব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিযোগীদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।
রাহী হালদার