Alipurduar News: হ্যামিল্টনগঞ্জের সরস্বতী বাজারে হিট 'কুমোড় ভাইদের' ঠাকুর! ব্যাপারটা কী
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
স্বপন ও তপন, দুই ভাই'ই মৃৎশিল্পী। আর তাঁদের তৈরি বিশেষ ধরনের ছোট সরস্বতী মূর্তি ঝড় তুলেছে আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জের সরস্বতী বাজারে
আলিপুরদুয়ার: সরস্বতী পুজোর বাজারে হিট স্বপন-তপন দুই ভাই। হ্যামিল্টনগঞ্জের বাজারে তাদের তৈরি সরস্বতী প্রতিমা বেশ ভাল বিক্রি হয়েছে। আর ব্যবসা ভাল হওয়ায় মুখে হাসি ফুটেছে দুই ভাইয়ের।
আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জে সরস্বতী পুজোর আগের দিন বসে সরস্বতী বাজার। এই বাজারে বিভিন্ন স্থান থেকে মৃৎশিল্পীরা প্রতিমা নিয়ে হাজির হন।পাশাপাশি পাওয়া যায় সরস্বতী পুজোর যাবতীয় উপকরণ। আসপাশের এলাকায় অনেকগুলো স্কুল থাকায় ধীরে ধীরে এই সরস্বতী বাজারের প্রচলন হয়। তবে এবার সরস্বতী বাজারে যেন দুই ভাই রাজত্ব করল।
পেশায় মৃৎশিল্পী স্বপন দাস ও তপন দাস দুই ভাই। তাঁদের তৈরি ছোট আকারের সরস্বতী প্রতিমা বেশ ভাল সাড়া ফেলে দিয়েছে। এই ছোট প্রতিমা কিনতেই সবচেয়ে বেশি উৎসাহ লক্ষ্য করা গিয়েছে ক্রেতাদের।
advertisement
advertisement
আরও পড়ুন: বন দফতরের জালে অবৈধ শালকাঠ সহ এক পাচারকারী
মৃৎশিল্পী স্বপন দাস ও তপন দাস হ্যামিল্টনগঞ্জ এলাকারই বাসিন্দা। তাঁদের বাড়িতে প্রতিমা তৈরির কারখানা আছে। দীর্ঘ দশ বছর ধরে হ্যামিল্টনগঞ্জে সরস্বতী মূর্তি বিক্রি করে তাঁরা বুঝেছেন ক্রেতাদের চাহিদা কী। সেই অনুযায়ী ছোট সরস্বতী প্রতিমা বেশি করে তৈরি করেন। আর তা নিয়ে স্বরসতী বাজারে বসতেই কেনার জন্য ভিড় করলেন ক্রেতারা।
advertisement
গতবছর করোনার কারণে বিক্রিবাটা ভাল হয়নি। ফলে লোকসান হয়েছিল এই দুই মৃৎশিল্পী ভাইয়ের। সেই ভয়ে এবারে ৭০ টি সরস্বতী প্রতিমা তৈরি করেন তাঁরা। কিন্তু পুজোর আগের দিনই তাঁদের প্রায় সব প্রতিমা বিক্রি হয়ে গিয়েছে। আর তাতে খুশি দু'জনেই।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 5:35 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হ্যামিল্টনগঞ্জের সরস্বতী বাজারে হিট 'কুমোড় ভাইদের' ঠাকুর! ব্যাপারটা কী