জানা গিয়েছে, সোমবার স্কুলে তাঁদের ছেলেমেয়েদের দিতে গিয়েছিলেন কয়েকজন অভিভাবক৷ সেই সময় তাঁদের নজরে আসে মিড ডে মিলের রান্নাঘর। রান্না করার জন্য তখন চাল বের করা হচ্ছিল সেখান থেকে৷ তাঁরা দেখেন, সেই রান্নার চালে কিলবিল করছে পোকা। এক প্রকার পোকায় খাওয়া চাল জলে ধুয়ে রান্না করার প্রস্তুতি চলছিল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযোগ অভিভাবকদের৷
advertisement
এই ঘটনা দেখা মাত্রই স্কুলের সামনে জড়ো হন গ্রামবাসী থেকে অন্যান্য অভিভাবকেরা। এমনকি তাঁরা রান্নাঘরে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, পোকায খাওয়া চালের রান্না খাওয়ার পর ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। স্কুলে দিদিমণির বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা নিম্নমানের এবং পোকায় খাওয়া সামগ্রী দিয়ে খাবার বানাচ্ছে৷ স্থানীয় প্রশাসন তা খতিয়ে দেখুক। তারপরই খোলা হবে এই স্কুলের তালা।
আরও পড়ুন: কেন গোল হল চাঁদ…পৃথিবী, সূর্য সব? কেন হল না চৌকো বা চ্যাপ্টা? উত্তর জানেন…
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের দিদিমণি। তাঁর দাবি, সরকারি ভাবে যে চাল আসছে তাতে পোকা থাকে। তা-ও তিনি পরিষ্কার করে থাকেন। তবে তাঁর কথা সন্তুষ্ট নন গ্রামের মানুষ৷ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবেন বলে জানিয়েছেন তাঁরা।
Suvojit Ghosh