Knowledge Story: কেন গোল হল চাঁদ...পৃথিবী, সূর্য সব? কেন হল না চৌকো বা চ্যাপ্টা? উত্তর জানেন...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আচ্ছা, কখনও ভেবে দেখেছেন, এই চাঁদ, সূর্য, পৃথিবী বা অন্যান্য গ্রহ আকারে কেন শুধুই গোল৷ চৌকো, চ্যাপ্টা বা অন্যান্য আকৃতির নয়! এটা কিন্তু, কোনও কাকতালীয় ঘটনা নয়৷ এর কারণও ব্যাখ্যা করে বিজ্ঞান৷
advertisement
advertisement
advertisement
ওই গবেষক জানাচ্ছেন, গ্রহ বা উপগ্রহ মূলত কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি৷ তাদের নির্দিষ্ট ভর রয়েছে৷ আর এদের রয়েছে অভিকর্ষ বলের কেন্দ্র৷ কেন্দ্রের এই অভিকর্ষ বলই এই কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থগুলিকে কেন্দ্রের দিকে টেনে রাখে৷ যেহেতু, কোনও গ্রহের কেন্দ্র থেকে ৩৬০ ডিগ্রিতেই অভিকর্ষ বল কাজ করে, তাই গ্রহ বা উপগ্রহের আকার গোল হয়৷ তবে আছে আরও কারণ৷
advertisement
advertisement
advertisement