রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, টানা পাঁচ সপ্তাহ ধরে চলবে এই টিকাকরণ অভিযান। জেলার প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতালে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। করোনা পর্বের পর হাম ও রুবেলা ভাইরাসের দাপট বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই টীকাকরণ অভিযান শুরু হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে।
advertisement
এই টিকাকরণ নিয়ে আগেই সরকারি নির্দেশে জেলার সব স্কুল অভিভাবকদের নিয়ে মিটিং করে। টিকাকরণ চলাকালীন যে কোনরকম পরিস্থিতি মোকাবিলায় সতর্ক আছে স্বাস্থ্য দফতর। তাই টিকা কেন্দ্রের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা হচ্ছে। পথ শিশুদেরও এই টিকার আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: 'খুনে' হাতির থেকে বাঁচতে বাইরে বেরোতে নিষেধ করল প্রশাসন!
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, এই টিকাকরণের জন্য যে লক্ষ্যমাত্রা আছে তাতে পাঁচ সপ্তাহ অত্যন্ত কম সময়। তবুও স্বাস্থ্যকর্মীরা নির্দিষ্ট সময়ে এই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলতে পারবে। এদিন জেলা হাসপাতালে মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা হাসপাতালের সহকারী দুই সুপার টিকা কীভাবে দিতে হবে তা নার্সদের বুঝিয়ে দেন। উল্লেখ্য, সারা দেশে হাম ও রুবেলা ভাইরাসে যতজন আক্রান্ত হয় তার অর্ধেকই পশ্চিমবঙ্গের। তাই এই ভাইরাসের প্রকোপ কমাতেই এই বিশেষ টিকাকরণ অভিযান শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
রাহী হালদার