Alipurduar News: 'খুনে' হাতির থেকে বাঁচতে বাইরে বেরোতে নিষেধ করল প্রশাসন!

Last Updated:

'খুনে' হাতি ও তার দুই সঙ্গীর তাণ্ডবে ইতিমধ্যে পাঁচজনের প্রাণ গিয়েছে। আরও বিপদের আশঙ্কায় ভয়ে কাঁটা হয়েছে জলদাপাড়ার মানুষ। এই অবস্থায় এলাকাবাসীকে সন্ধ্যের পর বাইরে বেরোতে বারণ করে দিল প্রশাসন

+
ভয়ে

ভয়ে কাঁটা জলদাপাড়া

#আলিপুরদুয়ার: হাতির হানা ক্রমশ‌ই বেড়ে চলেছে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন গ্রাম ও বনবস্তিগুলিতে। বিশেষ করে রাভা বস্তিতে কার্যত তাণ্ডব শুরু করেছে হাতি। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের নিরাপদে রাখতে বন দফতরের পক্ষ থেকে মাইকিং করে সকলকে সতর্ক করে দেওয়ার কাজ শুরু হল।
সম্প্রতি একটি দাঁতালের হানায় রাভা বস্তি ও তার আশেপাশের এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে।বন দফতর সূত্রে খবর, 'খুনে' হাতিটি আরও দুটি হাতির সঙ্গে দল বেঁধে গ্রামে হানা দিচ্ছে। যারা ঠিক সময়ে সতর্ক হয়ে বিবেচনার সঙ্গে আচরণ করছেন তারা বেঁচে যাচ্ছেন। তবে প্রাণহানির পাশাপাশি এই তিন হাতির হানায় ব্যাপক সম্পত্তিহানিও হচ্ছে।
হাতের এই তাণ্ডব নিয়ে বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বলছেন, জলদাপাড়া সংলগ্ন মাদারিহাটে এইসময় আলু, বেগুনের চাষ হয়। তার লোভেই প্রায় প্রতিরাতে নিয়ম করে হানা দিচ্ছে হাতির দল। তারা প্রথমে চাষের জমিতে লুটপাট চালাচ্ছে। তারপর হানা দেয় গ্রামে। চাষের জমিতে আক্রমণ করার সময়ই যারা গ্রাম ছেড়ে পালাচ্ছে তারা বেঁচে যাচ্ছে। যদিও এলাকাবাসীদের দাবি, ওই তিনটে হাতি যেভাবে একটি এলাকাকে ঘিরে ধরে তাণ্ডব শুরু করে তাতে ওদের নজর এড়িয়ে গ্রাম থেকে পালানো খুব কঠিন!
advertisement
advertisement
এই পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচাতে বন দফতর মাইকিং করে সতর্কবার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এতে কোন‌ও লাভ হবে বলে মনে করছেন না স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি বন দফতরের অবিলম্বে ওই তিনটে হাতিকে খুঁজে বের করুক। নাহলে এরা একের পর এক প্রাণ নিতেই থাকবে। সেই সঙ্গে এলাকাবাসীদের অভিযোগ, হাতির হানার সময় যখন বন দফতরকে জানান হলেও তারা এলাকায় আসে না।
advertisement
সোমবার থেকে বনকর্মীরা প্রতিটি গ্রামে গিয়ে মাইকিং করে সন্ধের পর বাইরে বের হতে নিষেধ করে দিচ্ছেন। তবে 'খুনে' হাতির সহ তার দুই সঙ্গীকে কবে ধরা হবে সেই বিষয়ে বন দফতরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: 'খুনে' হাতির থেকে বাঁচতে বাইরে বেরোতে নিষেধ করল প্রশাসন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement