Murshidabad News: মুর্শিদাবাদে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, আতঙ্ক বাড়ছে জেলায়
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মুর্শিদাবাদ জেলায় ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই জেলায় বোমা ও বন্দুক উদ্ধারের ঘটনা বাড়ছে
#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলায় ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই জেলায় বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা বাড়ছে। এবার জেলার সাগরপাড়ায় উদ্ধার হল ওয়ান শাটার পিস্তল সহ দু'রাউন্ড গুলি।
মুর্শিদাবাদ জেলায় একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ সাহেবনগর এলাকায় তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে। তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকেই বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। ধৃতের নাম মানিক শেখ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের বাড়ি সাগরপাড়ারই শীতনগর লাকায়। কী কারণে সে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল তা জানার জন্য জেরা করছে পুলিশ।
advertisement
এদিকে শুধু সাগরপাড়া নয়, সম্প্রতি সামশেরগঞ্জ থেকেও আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। গত ২৪ ডিসেম্বর সামশেরগঞ্জে বিক্রি করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল এক ব্যক্তি। তাকেও গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার হয়। তাকে জিজ্ঞেসবাদ করে আরও দু'জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও একটি করে পিস্তল ও ৫ রাউন্ড করে গুলি উদ্ধার হয়। ধৃতদের জেরা করে পুলিশ বাবু শেখ নামে স্থানীয় এক বাসিন্দার কথা জানতে পারে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ টি পিস্তল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার হয়। মোট ৪০ রাউন্ড গুলি ও ৭ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
advertisement
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আছে মুর্শিদাবাদ জেলায়, ততই আগ্রাস্ত্র ও বোমার সন্ধান মিলছে। যাকে যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে প্রশাসনও তৎপর হয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবস্থা নিতে সফল হচ্ছে যা একটা ভাল দিক।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 7:39 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুর্শিদাবাদে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, আতঙ্ক বাড়ছে জেলায়