হুগলির শহরতলীর বাজার গুলিতে আমের চাহিদা থাকে বরাবরই। কাঁচা থেকে পাকা আম সব রকম আমের চাহিদা থাকে বাজারে। তবে এই বছর আমের অত্যাধিক ফলনের জন্য আমের দাম অনেক কম ছিল।
কিছু সময়ের জন্য মানুষজন জলের দামে আম কিনে খেয়েছে। তবে আবারো আম ফিরেছে তার নিজের জাতে। বাজারে ৭০ থেকে ৮০ টাকা তে বিক্রি হচ্ছে নানা রকমের আম।
advertisement
হুগলির বিভিন্ন বাজার গুলিতে আমের গড় দাম
হিমসাগর – ৭০ থেকে ৮০ টাকা কিলো
ল্যাংড়া – ৬০ থেকে ৭০ টাকা কেজি
পিয়ারাফুলি – ৪০ থেকে ৫০ টাকা কেজি
গোলাপখাস – ৫০ থেকে ৬০ টাকা কেজি
আরও পড়ুন – Viral Reels: স্কুলে দেখার কেউ নেই, একটি শিশুকে মাটিতে ফেলে পেটাচ্ছে আরেক খুদে, শিউরে ওঠার ভিডিও
এই বিষয়ে স্থানীয় এক বিক্রেতা তিনি বলেন, পাইকারি বাজারেও আমের দাম অনেকটাই বেড়ে গেছে। এখন হিমসাগর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কিলো করে। যার ফলে খুচরো বিক্রেতাদের আরেকটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আগের তুলনায় এখন আম বিক্রির পরিমাণও একটু কমেছে। আগের দিনে প্রায় ২০০ কেজি আম বিক্রি হয়ে যেতো এখন সেই জায়গায় ৫০ থেকে ৬০ কেজি আম বিক্রি করতেই দিন চলে যাচ্ছে।
স্থানীয় এক ক্রেতা তিনি জানান, এই সময়টাতে একটু আমের দাম বেশি থাকে। তবে দাম যাই হোক না কেন আমের স্বাদ থেকে বিরত হতে পারবে না বাঙালি। তাই যতদিন বাজারে আম থাকবে আম কেনার লোককমপরবে না।
Rahi Halder