পরে জোরাজুরি করলে ওই দুই ব্যক্তি বস্তা ফেলে রেখে পালায় ওই জায়গা থেকে। বস্তা খুলের তারা দেখতে পান বস্তা ভর্তি মেমোরি কার্ড, চার্জার, হেডফোন, ব্লুটুথ হেডফোন ও একাধিক মোবাইলের সামগ্রী রয়েছে। স্থানীয় মানুষরা খবর দেন পুলিশে। পুলিশ সূত্রে খবর, দুই বস্তা ভর্তি মোবাইল আনুষাঙ্গিক পরে থাকতে দেখা যায় হাসপাতাল চত্বরে। স্থানীয় গাড়ি চালকরা জানান একজন বস্তা দুটি নিয়ে এসে বলে খেলনা আছে। পরে তাকে আর দেখা যায়নি।
advertisement
আরও পড়ুনঃ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ভয়াবহ আগুন!
বস্তা পরে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে বস্তা খুলে দেখে,ব্লু টুথ হেড ফোন, চার্জার সহ মোবাইল আনুষাঙ্গিক রয়েছে একটি বস্তায়। আরেকটি বস্তায় পতঞ্জলি তেল। পুলিশের অনুমান কোথা থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে ফেলে গেছে। গত কয়েক দিন দশেক আগে চুঁচুড়ার একটি মোবাইলের দোকানে সিঁধ কেটে কয়েক লক্ষ টাকার মোবাইল চুরির ঘটনা ঘটে। সেই মোবাইল এখনও উদ্ধার হয়নি।
Rahi Haldar