Hooghly News: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ভয়াবহ আগুন!

Last Updated:

শুক্রবার দুপুরে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে হঠাৎই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে লরির সামনের চালকের অংশ। গাড়ির চালক ও খালাসী গাড়ির মধ্যে না থাকায় প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছে কুমিরমোড়ায় ২৬ নম্বর রোডের উপর।

#হুগলি : শুক্রবার দুপুরে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে হঠাৎই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে লরির সামনের চালকের অংশ। গাড়ির চালক ও খালাসী গাড়ির মধ্যে না থাকায় প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছে কুমিরমোড়ায় ২৬ নম্বর রোডের উপর। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে খবর, বর্ধমান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গাড়িটি। গাড়িটিতে করে চাল নিয়ে যাওয়া হচ্ছিল। দিনের বেলায় নো এন্ট্রির কারণে রাস্তার ধারে গাড়িটিকে দাঁড় করিয়ে রাখেন গাড়িত চালক।
আগুন লাগার কিছুক্ষণ আগেই গাড়ির খালাসি ও ড্রাইভার নিকটবর্তী একটি ধাবায় চান খাওয়া-দাওয়া করতে যান। এরই মধ্যে হঠাৎ করে দাউ দাউ করে আগুন লেগে যায় গাড়িটিতে। স্থানীয় মানুষরা পার্শ্ববর্তী পেট্রোল পাম্প থেকে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। অনেকে আবার বালতি করে জল এনেও আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে এসে উপস্থিত হন চন্ডীতলা থানার পুলিশ আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ মহামারীর প্রকোপ কাটিয়ে মা সারদার ১৭০ তম জন্মতিথিতে উৎসব মুখর সারদা মায়ের জন্মভূমি
দমকল সূত্রে খবর, আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন দমকল আধিকারিকরা। দীর্ঘ আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। গাড়ির কেবিনেট এর আগুন লেগেছিল। আগুন ছড়িয়ে ইঞ্জিনে চলে গেলে বড়সড়ো বিস্ফোরণ হতে পারতো। একই সঙ্গে পার্শ্ববর্তী আরও অনেক গাড়ি ছিল সেই আগুন ছড়িয়ে পড়লে সমস্ত গাড়ি আগুনের কবলে পড়তো। কি কারনে আগুন লেগেছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে ওই আগুন নিভিয়ে বড়সড়ো বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
advertisement
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ভয়াবহ আগুন!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement