Hooghly News: মহামারীর প্রকোপ কাটিয়ে মা সারদার ১৭০ তম জন্মতিথিতে উৎসব মুখর সারদা মায়ের জন্মভূমি

Last Updated:

সারদা মায়ের জন্মতিথিতে উৎসব মুখর জয়রামবাটি - কামারপুকুর। পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বৃহস্পতিবার সকাল পালতি হচ্ছে জগজ্জননী শ্রী শ্রী মা সারদার ১৭০ তম জন্মতিথি। এই দিন ভোরে মাতৃ মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে বিশেষ দিনের সূচনা হয়।

+
title=

#হুগলি : সারদা মায়ের জন্মতিথিতে উৎসব মুখর জয়রামবাটি - কামারপুকুর। পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বৃহস্পতিবার সকাল পালতি হচ্ছে জগজ্জননী শ্রী শ্রী মা সারদার ১৭০ তম জন্মতিথি। এই দিন ভোরে মাতৃ মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে বিশেষ দিনের সূচনা হয়। পরবর্তীতে শ্রী শ্রী মা ও স্বামীজির ছবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। একই সঙ্গে সারা দিন ব্যাপি আয়োজন করা হয়েছিল নানান অনুষ্ঠানের। সন্ধায় হয় ঠাকুরের ভক্তি মূলক গীতি ও পুরুলিয়ার ছৌ নাচের আয়োজন।
মা সারদার জন্ম, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ ধর্মপরায়ণ পরিবারে। ইংরেজি ১৮৫৩ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর বাংলার ১২৬০ বঙ্গাব্দের ৮ পৌষ বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে সারদা দেবীর জন্ম। তাঁর বাবা ছিলেন একজন হত দরিদ্র ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায় ও মা ছিলেন শ্যামাসুন্দরী দেবী।তাঁদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাঁদের প্রথম সন্তান।
advertisement
আরও পড়ুনঃ 'সবার হাতে বই, সবার জন্য বই' - এই স্লোগান সার্থক চুঁচুড়া বইমেলায়
পরে পার্শ্ববর্তী হুগলির কামারপুকুর গ্রামের গদাধরের সঙ্গে তাঁর বিয়ে হয়। এই গদাধরই হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীশ্রী সারদামায়ের জন্মতিথি উপলক্ষে এদিন সকাল থেকে জয়রামবাটিতে উৎসবের মেজাজ। জেলা ও রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পূণ্যার্থীর সমাগম হয় এই দিন মাতৃ মন্দিরে। ফুল, মালা আর আলপনা দিয়ে সাজানো হয় 'মায়ের বাড়ি'।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কঙ্কালসার চেহারা রাস্তার, তার উপরে নোংরা নর্দমার জল জমে!
সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা আর উৎসবের মুখরিত সারদা মায়ের জন্মভিটে। করোনা কাল পেরিয়ে সবকিছু স্বাভাবিক হওয়ার সঙ্গেই স্বাভাবিক ছন্দে ফিরেছে জয়রামবাটি কামারপুকুর ও। প্রায় কুড়ি হাজার ভক্তকে প্রসাদ বিতরণ করা হয় এই দিন। মায়ের মঙ্গল আরতি ও পূজা আচার ধর্মীয় অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠেন দর্শনার্থী থেকে স্থানীয় বাসিন্দারা সকলে।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মহামারীর প্রকোপ কাটিয়ে মা সারদার ১৭০ তম জন্মতিথিতে উৎসব মুখর সারদা মায়ের জন্মভূমি
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement