হুগলির আরামবাগের দৌলতপুর এলাকায় একটি নিকাশী নালার উপর প্রভাব খাটিয়ে এক হাতুড়ে চিকিৎসক নিজের চেম্বার তৈরি করছিলেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই নিকাশি নালা বুজিয়ে কোনও নির্মাণ করা হলে আশেপাশের তিনটি পাড়া বর্ষাকালে ভেসে যাবে। এই বিষয়ে তাঁরা প্রশাসনের বিভিন্ন দফতরে একাধিকবার অভিযোগ জানান। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই এদিন এলাকার মানুষই নিজেরা সক্রিয় হয়ে ওই অবৈধ নির্মাণ ভেঙে দেয়।
advertisement
আরও পড়ুন: পরিবারে কোনও মহিলা না থাকার সুযোগে আবাসনে দিনভর চলত নেশার আসর
অন্যদিকে নিকাশি নালার উপর অবৈধ নির্মাণের বিষয়টি কার্যত মেনে নিয়েছেন অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক। নিজেই স্বীকার করেন পিডব্লিউডি-র রাস্তার উপর তাঁর চেম্বার তৈরি হচ্ছিল। তবে জল নিকাশির নালা ভরাট না করেই গোটাটা হচ্ছিল বলে তিনি দাবি করেন। এলাকার মানুষ নির্মীয়মান বিল্ডিং ভেঙে দেওয়ায় তাঁর অনেকটা ক্ষতি হয়ে গেল বলে ওই হাতুড়ে চিকিৎসক অনুযোগ করেন।
শুভজিৎ ঘোষ