West Bardhaman News: পরিবারে কোনও মহিলা না থাকার সুযোগে আবাসনে দিনভর চলত নেশার আসর

Last Updated:

জবরদখল করে রাখা ব্যক্তি নেশায় চুর হয়ে থাকায় এবং নেশার সঙ্গীর সন্ধানে ক্রমাগত বহিরাগতদের নিয়ে আসতে থাকায় আবাসনের বাকি বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

+
title=

পশ্চিম বর্ধমান: ইসিএলের জবর দখল করে রাখা আবাসনে গড়ে উঠেছিল নেশার আসর। যে ব্যক্তি আবাসনটি দখল করে রেখেছিলেন তাঁর পরিবারের কোনও মহিলা সদস্য এখানে থাকতেন না। সেই সুযোগে জেপি সিং নামে ওই জবরদখলকারী ব্যক্তি দিনরাত মদ-গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকতেন বলে অভিযোগ। এমনকি দিনে দিনে আনাগোনা বাড়ছিল বহিরাগতদের। সব মিলিয়ে বিপদের আশঙ্কায় ভুগছিলেন আবাসনের প্রতিবেশীরা।
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমায় ইসিএলের বহু আবাসনে জবরদখলের সমস্যা আছে। কিন্তু ডিসেরগড় শাকতোরিয়ার ইসিএল আবাসনের যে সমস্যার কথা সামনে উঠে এসেছে তা সত্যিই চিন্তায় ফেলে দেওয়ার মত। জবরদখল করে রাখা ব্যক্তি এইভাবে নেশায় চুর হয়ে থাকায় এবং নেশার সঙ্গীর সন্ধানে ক্রমাগত বহিরাগতদের নিয়ে আসতে থাকায় আবাসনের বাকি বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
advertisement
advertisement
বাধ্য হয়ে ওই আবাসনের অন্য বাসিন্দারা বিষয়টির প্রতিকার করতে এগিয়ে আসেন। ওই দখলে রাখা কোয়ার্টারের কাজ কারবার নিয়ে অভিযোগ জানানো হয় ডিসেরগড় ফাঁড়িতে। এরপর ডিসেরগড় ফাঁড়ির পুলিশ ইসিএল আধিকারিকদের সঙ্গে নিয়ে ওই আবাসনে অভিযান চালায়। সেখান থেকে প্রচুর পরিমাণে নেশার নানান দ্রব্য ও সামগ্রী উদ্ধার হয়। তবে অভিযুক্ত জেপি সিং নামক ব্যক্তির দেখা পাওয়া যায়নি। এরপর পুলিশ ইসিএল আধিকারিকদের সম্মতিতে ওই আবাসনটি সিল করে দেয়।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পরিবারে কোনও মহিলা না থাকার সুযোগে আবাসনে দিনভর চলত নেশার আসর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement