আরও পড়ুন: মাটি নয়, মাচার উপর বিশেষ ধরনের আলু চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা
টানা আটটি ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান। ডুরান্ড কাপেই এই মরশুমে প্রথম মুখোমুখি হয়েছে কলকাতার দুই ঐতিহ্যশালী দল। ঠিক সেই সময় হুগলির উত্তরপাড়ার পঞ্চাননতলা এলাকার বাসিন্দা সৌম্যদেব মিত্র গান বেঁধেছেন-
“মোরা একই বৃন্তে দুটি কুসুম ইস্টবেঙ্গল-মোহনবাগান”
advertisement
সৌম্যদেব মিত্রের এই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। এই প্রসঙ্গে ওই ওষুধ ব্যবসায়ী বলেন, মনেপ্রাণে ইস্টবেঙ্গল সমর্থক হলেও ডার্বির গানে তিনি দুই প্রধানকে সমানভাবে ধরতে চেয়েছেন। কলকাতা ময়দানের ডর্বিকে দুর্গাপুজোর সঙ্গেও তুলনা করেন তিনি। ঘটি-বাঙালের এই ময়দানি যুদ্ধ বাঁচলে তবেই বাংলা তথা ভারতীয় ফুটবল বাঁচবে বলেও জানিয়েছেন তিনি। এই ফুটবল উন্মাদনাকে তিনি বাঙালি সংস্কৃতির অঙ্গ বলেও ব্যাখ্যা করেন।
রাহী হালদার





